সুপ্রিম কোর্টে ডিএ (DA) মামলার বিস্তারিত শুনানি হল না। সোমবারের শুনানিতে রাজ্য সরকারের তরফে আইনজীবী অভিষেক মনু সিঙভি জানান, রাজ্যর ২৫% ডিএ বকেয়া মেটাতে আরও সময় লাগবে। বকেয়া ডিএ-র টাকা মিটিয়ে দেওয়ার বিষয়ে একটি কমিটি গঠন করেছে রাজ্য। রাজ্য সরকারকে আরও দু’মাস সময় দেওয়া হোক। মামলাটির আরও বিশদে শুনতে চায় শীর্ষ আদালত (Supreme Court)। মঙ্গলবার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিন সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্ত মিশ্রর বেঞ্চে শুনানিতে অভিষেক মনু সিঙভি জানান, বকেয়া ডিএ-র টাকা মিটিয়ে দেওয়ার বিষয়ে একটি কমিটি গঠন করেছে রাজ্য। রাজ্য সরকারি কর্মচারীদের কার কত বকেয়া রয়েছে, কত টাকা প্রাপ্য তা হিসাব কষে বের করতে হবে। এর জন্য রাজ্য সরকারকে আরও দু’মাস সময় দেওয়া হোক। একই সঙ্গে রাজ্য সরকার পক্ষের আইনজীবী জানান, রাজ্যে আগেই জানিয়েছে আর্থিক সঙ্কট রয়েছে। ফলে ২৫% ডিএ বকেয়া মেটাতে আরও সময় লাগবে।
সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ পুনর্বিবেচনারও আর্জি জানিয়েছিলেন রাজ্যের আইনজীবী। ২ বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলাটি বিস্তারিত শুনতে চায়। সেই কারণে বিস্তারিত শুনানি হবে মঙ্গলবার।
–
–
–
–
–
–
–
–
–
–
–