সাতসকালে জোর করে লালকেল্লায় (Red Fort) ঢোকার চেষ্টা করার অপরাধে দিল্লি পুলিশের (Delhi police) হাতে গ্রেফতার পাঁচ ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’। তাঁরা সকলেই শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানা গেছে। উদ্ধার হয়েছে বাংলাদেশি নথিও। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের মহড়ার মাঝে এমন ঘটনায় চাঞ্চল্য রাজধানীতে।
আগামী ১৫ অগাস্ট রাজধানীতে নাশকতামূলক ঘটনা এড়াতে দিল্লি জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। পুলিশ (Delhi police) সূত্রে জানা গেছে লালকেল্লার ‘অ্যাক্সেস কন্ট্রোল পয়েন্টে’র কাছে মোতায়েন থাকা অফিসাররাই ৫ অভিযুক্তকে গ্রেফতার করেন। তাঁদের কাছে লালাকেল্লায় ঢোকার বৈধ কাগজ ছিল না। অন্য কোনও নথিও দেখাতে পারেননি তাঁরা। ডিসিপি রাজা ভাটিয়া জানান, ধৃতদের কাছ থেকে বাংলাদেশের নথি উদ্ধার হলেও সন্দেহজনক কিছু মেলেনি।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–