Wednesday, November 5, 2025

প্রয়াত পুলওয়ামার অপ্রিয় সত্য প্রকাশ করা সত্যপাল মালিক: শোকপ্রকাশ মমতা-অভিষেকের

Date:

প্রয়াত জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক (Satya Pal Malik)। দীর্ঘ অসুস্থতার পর মঙ্গলবার দুপুর ১টা নাগাদ নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। বিজেপির আমলে কৃষক আন্দোলন ও পুলওয়ামা হামলা নিয়ে অপ্রিয় সত্য তুলে ধরা প্রাক্তন রাজ্যপালের মৃত্যুতে শোকপ্রকাশ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।

সত্যপাল মালিক ২০১৮ সালের অগাস্ট থেকে ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir) রাজ্যের শেষ রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার সময়কালে ৫ অগাস্ট ২০১৯ তারিখে ৩৭০ ধারা এবং রাজ্যের বিশেষ মর্যাদা বাতিল করা হয়। আজ এই সিদ্ধান্তের ষষ্ঠ বছর। পরে তিনি গোয়ার রাজ্যপাল হিসেবে নিযুক্ত হন এবং পরবর্তীতে ২০২২ সালের অক্টোবর পর্যন্ত মেঘালয়ের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে, ২০১৭ সালে, তিনি কিছুদিনের জন্য বিহারের রাজ্যপালের পদটি পালন করেছিলেন।

সত্যপাল মালিকের রাজনৈতিক জীবন শুরু হয় ১৯৭০ সালে। তাঁর কর্মজীবনে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের মধ্য দিয়ে এগিয়ে যান। যার মধ্যে রয়েছে চরণ সিংয়ের ভারতীয় ক্রান্তি দল, কংগ্রেস এবং ভিপি সিংয়ের নেতৃত্বাধীন জনতা দল, ২০০৪ সালে বিজেপিতে যোগ দেন। ১৯৮৯ সালে উত্তর প্রদেশ থেকে রাজ্যসভার (Rajyasabha) সাংসদ হন। উচ্চকক্ষে তাঁর কার্যকাল ছিল কংগ্রেসের সাংসদ হিসেবে। ১৯৮৭ সালে, বোফর্স কেলেঙ্কারি ইস্যুতে সত্যপাল মালিক রাজ্যসভার পদ এবং কংগ্রেস থেকে পদত্যাগ করেন। পরবর্তীকালে তার নিজস্ব রাজনৈতিক দল, জন মোর্চা, প্রতিষ্ঠা করেন, যা পরে ১৯৮৮ সালে জনতা দলের সাথে মিলে যায়।

বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বে তিনি যে খ্যাতি অর্জন করেছিলেন তার থেকেও বেশি তাঁর পরিচিত জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল থাকাকালীন। বিজেপির মনোনিত রাজ্যপাল হওয়া সত্ত্বেও সত্য প্রকাশে তিনি বিজেপিকে কখনই ভয় পাননি। তাঁর সেই সততার কথা স্মরণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) শোকপ্রকাশ করেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকের প্রয়াণে শোকাহত, যিনি ভারতের রাজনীতিতে পরিচিত এমন কিছু সত্য তুলে ধরার জন্য, যা বলার ক্ষমতা অনেকেরই হয় না।

সেই সত্যি সম্পর্কে নিজের বার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, সত্যপালজি (Satya Pal Malik) সাহসিকতার সঙ্গে ভারতের কৃষক আন্দোলনের সমর্থনে সরব হয়েছিলেন এবং পুলওয়ামা হামলা সম্পর্কিত কিছু অপ্রিয় সত্য সম্পর্কেও সরব ছিলেন। এই সাহসিকতা আমাদের কুর্নিশের যোগ্য এবং আজকের দিনে আমি আবার আমার কুর্নিশ জানাই। তাঁর আত্মার শান্তি কামনা করি।

প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকের প্রয়াণে তাঁর সত্যবাদীতাকে কুর্নিশ জানিয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ও (Abhishek Banerjee)। তিনি জানান, জনসাধারণের জন্য তাঁর অবদান ও সরকারকে সত্যি কথা বলার তাঁর অবিচল অঙ্গীকার সকলে মনে রাখবেন।

Posted by Abhishek Banerjee on Tuesday, August 5, 2025

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version