নির্বাচনী ভোটার তালিকা তৈরির নামে স্বেচ্ছাচারিতা চালাচ্ছে কেন্দ্রের মোদি সরকার। দোসর নির্বাচন কমিশন। প্রতিদিন বিহারের এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে যে স্বচ্ছতার দাবি জানিয়ে চলেছে দিল্লির নির্বাচন কমিশন (Election Commission), তার পিছনে যে কী ধরনের কারচুপি চলছে আগেও তা প্রকাশ্যে এসেছে। এবার এই সংশোধনীর জেরে বিহারের বাসিন্দা হয়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। কমিশনের চাওয়া নথি জমা পড়ার পরে এর আগেও বিভিন্ন জাল বাসস্থানের শংসাপত্র (residential certificate) প্রকাশ্যে এসেছে। এবার সেই কারচুপিতেই যেভাবে ডোনাল্ড ট্রাম্প বিহারের (Bihar) বাসিন্দা হয়ে গেলেন তাতে এসআইআর প্রক্রিয়াকে সার্কাস কটাক্ষ তৃণমূলের।
এর আগে বাসস্থানের শংসাপত্র প্রকাশ্যে এসেছিল কুকুর ও ট্রাক্টরের। এসআইআর প্রক্রিয়া চলাকালীন এই ধরনের নথি বাসস্থানের প্রামাণ্য হিসাবে তুলে ধরা হয়েছে বিহারে। যা নিয়ে কমিশনের কার্যকারিতা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সবকিছুকে ছাপিয়ে জমা পড়তে দেখা গেল মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বাসস্থানের শংসাপত্র (residential certificate) জমা পড়তে। একেবারে ট্রাম্পের ছবি দিয়ে সেই শংসাপত্র তৈরি। তাতে ঠিকানা রয়েছে বিহারের (bihar) সমস্তিপুরের। তিনি ভোটার কার্ড (epic card) বানানোর জন্য এই বাসস্থানের শংসাপত্রের আবেদন করেছেন।
গোটা বিষয়টি সামনে আসতে এসআইআর প্রক্রিয়া নিয়ে তোপ দেগেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। কমিশনের স্বরূপ তুলে ধরে মহুয়া দাবি করেন, নির্বাচন কমিশন নির্বাচনী ভোটার তালিকা সংশোধন করে ৬৫ লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে। তার মধ্যে প্রতিদিন এক একটি উদ্ভট উদাহরণ উঠে আসছে বিহার থেকে। এরপরেও এই এসআইআর প্রক্রিয়াকে কমিশন ইন্টেনসিভ (নিবিড়) (intensive) ও অ্য়াকিউরেট (নির্ভুল) (accurate) বলে দাবি করছে।
সেখানেই সমস্তিপুর জেলা থেকে ভোটার তালিকায় নাম তোলার অনলাইন আবেদন উল্লেখ করে মহুয়ার (Mahua Moitra) কটাক্ষ, সমস্তিপুর থেকে অনলাইনে এসআইআর-এ (SIR) আবেদন করা হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump)। যেখানে ছবিও ব্যবহার করা হয়েছে মার্কিন রাষ্ট্রপতির। এতো হল একটা দুটো উদাহরণমাত্র। এভাবেই নিবিড় ভোটার তালিকা সংশোধনী চালাচ্ছেন খোদ নির্বাচন কমিশন। এই সার্কাস চলেই চলেছে নিজের গতিতে।
The voter list revision in Bihar is an absolute disgrace!
While genuine voters are being silently wiped out, fake applications in the name of animals and even Donald Trump are slipping through unchecked. @ECISVEEP’s Special Intensive Revision is hasty, flawed, and deeply… pic.twitter.com/GH69SE1BHD
— All India Trinamool Congress (@AITCofficial) August 6, 2025
–
–
–
–
–
–
–
–
–