Sunday, November 2, 2025

হাই কোর্টে খারিজ মিঠুনের সব আর্জি, তদন্তে সহযোগিতার নির্দেশ বিচারপতির

Date:

আদালতে খারিজ হয়ে গেল বিজেপি (BJP) নেতা মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborti) আর্জি। তাঁর বিরুদ্ধে FIR খারিজের আবেদন নিয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন। বুধবার, বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ সেই আর্জি খারিজ করে, মিঠুনকে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিয়েছে আদালত- জানিয়েছেন অভিযোগকারীর পক্ষের আইনজীবী অয়ন চক্রবর্তী। একই সঙ্গে ৩ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানির আগে মিঠুনের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না বলেও জানিয়েছে আদালত।

মিঠুনের বিরুদ্ধে আর্থিক বঞ্চনা, প্রতিশ্রুতি ভঙ্গ-সহ একাধিক অভিযোগে FIR দায়ের হয়েছে। তাঁর বিরুদ্ধে আর্থিক বঞ্চনা, প্রতিশ্রুতি ভঙ্গ-সহ একাধিক অভিযোগে চিৎপুর থানায় এফআইআর দায়ের হয়েছে। এফআইআর খারিজের আবেদনে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন (Mithun Chakraborty)। তাঁর বিরুদ্ধে আদালতে গোপন জবানবন্দি দেন তাঁরই প্রাক্তন সচিবের স্ত্রী শর্মিলা রায়চৌধুরী। সোমবার শিয়ালদহ আদালতে তাঁর গোপন জবানবন্দি নেওয়া হয়। বিজেপি (BJP) নেতা ছাড়াও তাঁর এক ঘনিষ্ঠ আইনজীবী বিমান সরকারের বিরুদ্ধে চিৎপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন ওই দম্পতি।

প্রাক্তন সচিব সুমন রায়চৌধুরীর অভিযোগ, দীর্ঘদিন ধরে মিঠুনের সঙ্গে ছিলেন তিনি। মিঠুন চক্রবর্তী ও বিমান সরকার তাঁকে একটি হোটেলের ইন্টেরিয়র ডেকরেশনের কাজ দেন। প্রথম দফায় কাজের টাকা পেলেও পরের দফায় তাঁকে অতিরিক্ত কিছু কাজের জন‌্য চাপ দেন মিঠুনরা। সুমনের দাবি, স্ত্রীর গয়না বন্ধক রেখে টাকা সংগ্রহ করে কাজও শেষ করেন তিনি। কিন্তু সেই কাজ সংক্রান্ত কোনও নথি তাঁর কাছে নেই। সুমন ও তাঁর স্ত্রীর অভিযোগ, ওই কাজ বাবদ মিঠুন চক্রবর্তীর কাছ থেকে প্রায় ৩৫ লাখ টাকা বাকি রয়েছে তাঁদের। কিন্তু সেই টাকা দেওয়া হয়নি। টাকা চাইতে গেলেই হয়রানি করা হয় বলে অভিযোগ দম্পতির। এর পরই চিৎপুর থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা। সেই মামলাতেই এদিন গোপন জবানবন্দি দেন সুমানের স্ত্রী।

শর্মিলার আইনজীবী অয়ন চক্রবর্তী জানান, শুনানিতে এদিন বিচারপতি জয় সেনগুপ্ত স্পষ্ট জানিয়ে দেন এফআইআর খারিজ হবে না। তদন্তে স্থগিতাদেশও চেয়েছিলেন ‘জাত গোখরো’। এর কোনও আর্জিই মানেননি বিচারপতি। তিনি জানান, মিঠুনের বিরুদ্ধে তদন্ত চলবে। বিজেপি নেতাকে তদন্তে সহযোগিতা করতে হবে। তবে, পরবর্তী শুনানি ৩ সেপ্টেম্বর। তার আগে মিঠুনের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না।
আরও খবরআমার ভূমি ঐক্যবদ্ধ, বঙ্গভূমি: বাংলা ভাষার সম্মানে গান লিখলেন মুখ্যমন্ত্রী

Related articles

সীমানায় পুনর্বিন্যাস কলকাতার পাঁচটি থানার, আজ থেকে কার্যকর

শহরজুড়ে নতুন করে নিজেদের পরিধি পরিবর্তন করল কলকাতা পুলিশ (Kolkata Police)। কোন থানার গুরুত্ব বাড়ল, কার আবার কমল...

জন্মদিনে ‘কিং’ চমক, ছবির টিজার প্রকাশ থেকে ঘরোয়া পার্টিতে জন্মদিন সেলিব্রেশন শাহরুখের! 

৬০-তম জন্মদিনের সকালে অনুরাগীদের উপহার দিলেন শাহরুখ খান (Shahrukh Khan)। প্রকাশ্যে এল ‘কিং’-এর অ্যানাউন্সমেন্ট টিজারের (King announcement teaser)।...

হ্যালোইন পার্টিতে ফ্রেমবন্দি রণবীর কাপুরের প্রাক্তন এবং বর্তমান

বলিউডের হ্যালোইন পার্টিতে(halloween party) উপস্থিত দুই অভিনেত্রী আলিয়া ভট্ট(Alia Bhatt) এবং দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) । হতেই পারে, কিন্তু ইতিমধ্যেই...

দিলীপের জন্য খুলল মুরলীধর সেনের বন্ধ ঘরের তালা: তবু অনুপস্থিত ‘নব্য’ বিজেপি!

৭০ বছর ধরে বিজেপি নেতা কর্মীরা এখানে অন্যান্য সব কর্মসূচির পাশাপাশি বিজয়া সম্মেলনীতেও মিলিত হতেন। অথচ মুরলীধর সেন...
Exit mobile version