পন্থের অচেনা রূপ, দুঃস্থ ছাত্রীর পড়াশনায় পাশে দাঁড়ালেন ভারতের উইকেটকিপার-ব্যাটার

Date:

Share post:

ব্যাট হাতে বাইশ গজে বিপক্ষের ত্রাস হয়ে উঠতে পারেন তিনি। মাঠের এমন কোনও প্রান্ত নেই যেখান দিয়ে বল বাউন্ডারির ওপারে পাঠাতে পারেন না ভারতীয় টেস্ট দলের (Indian Test Cricket Team) সহঅধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant)। উইকেটের পিছনে ক্রমাগত বকবক করে প্রতিপক্ষ ব্যাটারকে বিরক্ত করা পন্থের অচেনা রূপ এবার প্রকাশ্যে চলে এল। ভাঙা পা নিয়ে ম্যাঞ্চেস্টার টেস্টে ব্যাট করে সমর্থকদের মন জিতে নেওয়া নায়ক রিয়েল লাইফেও যে সুপারহিরো তা বুঝিয়ে দিল তাঁর এক মানবিক উদ্যোগ। টাকার অভাবে বন্ধ হয়ে যেতে বসা দুঃস্থ পড়ুয়ার কলেজ অ্যাডমিশনের দায়িত্ব নিলেন ভারতের তারকা ক্রিকেটার। মুহূর্তের মধ্যে পাঠিয়ে দিলেন ৪০ হাজার টাকা!

মাঠের বাইরে মন জিতলেন ঋষভ। শুধু যে অদম্য জেদ নিয়ে দেশের জন্য লড়াই করতে পারেন তাই নয়, মানুষ হিসেবেও যে তিনি অনন্য নীরবেই তার প্রমাণ দিলেন পন্থ। কর্নাটকের বিলাগি তালুকের রবকাভি গ্রামের জ্যোতি কানাবুর মাথ (Jyoti Kanaboor Math) প্রাক-বিশ্ববিদ্যালয় পরীক্ষায় ৮৫ শতাংশ নম্বর পেয়েছিলেন। কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে উচ্চশিক্ষায় বাধা হয়ে দাঁড়াচ্ছিল আর্থিক সমস্যা। মেয়ের কলেজে ভর্তির টাকা দেওয়ার ক্ষমতা ছিল না পরিবারের।

ঘটনার কথা স্থানীয় এক শুভাকাঙ্ক্ষী মারফত বেঙ্গালুরু ক্রিকেট অ্যাকাডেমি পর্যন্ত পৌঁছে যায়। খবর পান টিম ইন্ডিয়ার নির্ভরযোগ্য উইকেটকিপার-ব্যাটার। সঙ্গে সঙ্গে জ্যোতির অ্যাডমিশনের চল্লিশ হাজার টাকা কলেজের সরাসরি পাঠিয়ে দেন তিনি। ঋষভের এই কর্মকাণ্ডের কথা মেধাবী ছাত্রী তখনও জানতেন না। পরে সবটা প্রকাশে আসতেই যদিও তার পরিবার ভারতীয় ক্রিকেটারকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। জ্যোতি এক সাক্ষাৎকারে বলেন, ‘BCS করা ছিল আমার স্বপ্ন। কিন্তু আমাদের আর্থিক অবস্থা ভালো না। আমি এক কাকার সঙ্গে এই বিষয়টা নিয়ে যোগাযোগ করি, তিনি তাঁর বন্ধুদের বিষয়টা জানান। এর পর তাঁরা ঋষভ পন্থের সঙ্গে যোগাযোগ করেন আর পন্থ আমাকে সাহায্য করেন।’ নিজের জীবনে একটা সময় কঠিন লড়াই করতে হয়েছে ভারতীয় দলের তারকা প্লেয়ারকে। সেই কঠিন দিনগুলো যে তিনি ভুলে যাননি, তা বোঝা গেল এই এক পদক্ষেপেই। অনুরাগীরা বলছেন, মানবিক উদ্যোগে সত্যিই মন জিতে নিলেন পন্থ।

spot_img

Related articles

ব্যাটারদের উজ্বল পারফরম্যান্সের দিনে হতশ্রী বোলাররা, অজিদের কাছে হার ভারতের

মহিলাদের একদিনের বিশ্বকাপে (ICC Women World Cup) অস্ট্রেলিয়ার(Australia) কাছে হার ভারতের(India)। দক্ষিণ আফ্রিকার পর এবার অজিদের বিরুদ্ধেও হারতে...

রবিবার সন্ধ্যায় ফের মেট্রো বিভ্রাট, চূড়ান্ত ভোগান্তিতে যাত্রীরা

রবিবার ছুটির সন্ধ্যায় ফের বিভ্রাট কলকাতা মেট্রোয়। মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশনের কাছে একটি রেকে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।...

৫৮ পাক সেনা খতম: পাক-আফগানিস্তান সীমান্ত সংঘর্ষে দাবি তালিবানদের

দীর্ঘ কয়েক দশক ধরে বিনা প্ররোচনায় আফগানিস্তানের নাগরিকদের উপর হামলা চালিয়ে চলেছে পাকিস্তানের সামরিক শক্তি। সর্বশেষ শুক্রবারের কাবুলে...

সাংবাদিক বৈঠকে মহিলা প্রবেশ নিষেধাজ্ঞা: চাপে পড়ে সাফাই আফগান মন্ত্রীর

ভারতের (India) মাটিতে আয়োজিত সাংবাদিক বৈঠকে একজনও মহিলা সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়নি। এই নিয়ে বিতর্ক তুঙ্গে। এর জেরে...