Tuesday, November 11, 2025

বাংলাভাষাকে বাংলাদেশী ভাষা বলেছে অমিত শাহ অধীনস্থ দিল্লি পুলিশ। আর তার পরে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর দাবি, বাংলা বলে না কি কোনও ভাষাই নেই! এর বিরোধিতায় গর্জে উঠেছে পশ্চিমবঙ্গ তথা সারা দেশ। রাজনৈতিক নেতা থেকে শুরু করে সমাজের সব স্তরের মানুষ এই মন্তব্যের প্রতিবাদে সরব হন। এই নিয়ে স্যোশাল মিডিয়ায় অমিত মালব্যকে তীব্র কটাক্ষ করেছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী (Ritwisk Chakraborty)। নিজের ফেসবুক পেজে মালপোয়া থেকে মালটা (লেবু) একের পর এক খোঁচা দিয়েছে অ্যাডভকেট অচিন্ত্য আইচ।

বাংলা ভাষার অপমানের তীব্র প্রতিবাদ করে ঋত্বিক (Ritwisk Chakraborty) লেখেন, “আমারা সবাই জানি অমিত মালপোয়া বলে কেউ নেই। আবার মালটা বলে একটা লেবু আছে যেটা বেশি কচলালে তিতা হয় কি না জানিনা। এদিকে অমিত মালব্য বলে এক জন নাকি আছে। তার ব-এ য ফলাটা সবাই নিজের কাছে জমা রাখুক তাহলে শুধু মাল টা পরে থাকবে।“

বিজেপিকে নিশানা করে তীব্র চিমটি কাটেন ঋত্বিক চক্রবর্তী। মালটা লেখার পরে তিনি লেখেন, “বাংলা বিরোধী বাঙালি বিরোধী গান্ধীজি বিরোধী সংবিধান বিরোধী স্বাধীনতা আন্দোলন বিরোধী একই সঙ্গে সেলুলার জেলে বসে মুচলেকার পক্ষে হিটলারের পক্ষে ডোলান্ড ট্রাম্পের পক্ষে নাথুরামের পক্ষে এমন কী গুমনামী বাবার পক্ষে এক কথায় প্রকাশ করুন।”

বাংলা ভাষার উপর আক্রমণে বিজেপির বিরুদ্ধে গর্জে উঠেছেন বাংলাভাষীরা। বিজেপি-বিরোধী জোটও এই নিয়ে প্রতিবাদে সরব। ভাষার উপর আক্রমণের প্রতিবাদে রাজপথে নেমে মিছিল করছেন স্বয়ং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দোলনের ডাক দিয়েছেন তিনি। এবার টলিউড থেকেও উঠল প্রতিবাদের ঝড়।

Related articles

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...
Exit mobile version