Tuesday, August 12, 2025

বাঙালি মনীষীদের ছবি হাতে বিজেপি সরকারের বিরুদ্ধে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ তৃণমূলের

Date:

বাংলা ভাষা ও বাঙালিকে অপমান বরদাস্ত নয়, বঙ্গের মনীষীদের ছবি হাতে সংসদ ভবনের মকর দ্বারের বাইরে প্রতিবাদ- বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের (TMC)। বুধবার রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নেতাজি সুভাষচন্দ্র বসু, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়দের মতো বরেণ্য মনীষীদের ছবি পোস্টার হাতে নিয়ে বাংলা বিরোধী বিজেপির সরকারের বিরুদ্ধে সরব হন তৃণমূলের লোকসভা ও রাজ্যসভার সাংসদরা। উপস্থিত ছিলেন কাকলি ঘোষ দস্তিদার (Kakali Ghosh Dastidar), মহুয়া মৈত্র (Mahua Moitra), সাগরিকা ঘোষ, রচনা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, সায়নী ঘোষ (Sayani Ghosh), ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা।

মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ভার্চুয়াল বৈঠকে জানিয়েছিলেন বাংলা-বাঙালির অপমান কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তিনি দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান বিজেপির আচরণের তীব্র প্রতিবাদ করার জন্য। এরপর উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কেন্দ্রীয় সরকারের এই আচরণের বিরোধিতায় বুধবারই সরব হন বাংলার সাংসদরা। তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার সংসদ চত্বরে দাঁড়িয়ে আগেই বলেছিলেন, বাংলা ভাষাকে অপমান মানে জাতীয় সংগীতকে অপমান। এটা রাষ্ট্রদ্রোহের শামিল। বিজেপি নেতা অমিত মালব্যের মন্তব্যের প্রতিবাদে এবার সংসদে নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঘাসফুল শিবির। পদ্ম নেতৃত্বের ক্রমাগত বাংলাকে অপমানের প্রতিবাদে বুধবার সকাল দশটা পনেরো মিনিট থেকে সংসদ ভবনের বাইরে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। কাকলি জানান, ‘বিজেপির উচিত অবিলম্বে অমিত মালব্যকে বহিষ্কার করা বা তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ দায়ের করা।‘বাংলা ভাষা নয়’ বলে উনি তো আমাদের জাতীয় সংগীতকে অপমান করেছেন। বিজেপি চুপ করে বসে থাকতে পারে আমরা তা থাকব না।’

Related articles

রাজ্যের বিভিন্ন দফতরে নতুন কর্মী নিয়োগ, অনুমোদন মন্ত্রিসভার

রাজ্যের স্থায়ী ও চুক্তিভিত্তিক মিলিয়ে মোট ৬২৭টি পদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। নবান্ন সূত্রে জানা গেছে,...

ভুয়ো থানার নেপথ্যে বিভাস অধিকারীর পুরনো রাজনৈতিক যোগের অভিযোগ

ভুয়ো থানা, জাল পুলিশ পরিচয়—বিভাস অধিকারীর কাণ্ড ইতিমধ্যেই জনমানসে রীতিমতো বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি করেছে। কিন্তু শুধু প্রতারণা...

শ্রীলঙ্কার মন্ত্রী ও শীর্ষ অর্থনৈতিক বিশিষ্টদের সঙ্গে নৈশভোজ-আলোচনা বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের 

বাংলা শিল্পোদ্যোগী প্রসূন মুখোপাধ্যায়ের আয়োজিত এক বিশেষ নৈশভোজে হাজির হলেন শ্রীলঙ্কার তিন শীর্ষ অর্থনৈতিক নীতি-নির্ধারক। তারা হলেন শ্রম...

সোনামুখীতে তৃণমূল বুথ সভাপতিকে গুলি করে খুন! এলাকায় চাঞ্চল্য 

বাঁকুড়ার সোনামুখী ব্লকের চকাই গ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন তৃণমূলের বুথ সভাপতি আয়ুব খান। রবিবার রাতে এই ঘটনায়...
Exit mobile version