Saturday, November 15, 2025

মার্কিন শুল্ক নিয়ে অভিষেকের তোপ: যাঁরা ট্রাম্পের পাশে ছবি তুলেছে, তাঁরা জবাব দিক

Date:

আমেরিকার প্রেসিডেন্টের তুঘলকি সিদ্ধান্ত। ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ মার্কিন শুল্ক চাপানোর সিদ্ধান্তে ভারতের রাজনৈতিক মহল উত্তপ্ত। কড়া প্রতিক্রিয়া সব রাজনৈতিক দলের। দিল্লি যাওয়ার পথে মোদি সরকারকে (Narendra Modi Govt) তোপ দেগেছেন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বলেছেন, যাঁরা এতদিন ট্রাম্পের সঙ্গে ছবি তুলেছে, তাঁদেরকে আজ এই জবাব দিতে হবে। আমেরিকার সিদ্ধান্তে নিঃসন্দেহে ভারতের ব্যবসা-বাণিজ্যে প্রভাব পড়বে। বিশেষত আইটি, টেক্সটাইল এবং ফার্মাসিউটিক্যাল সংক্রান্ত পরিষেবা প্রভাবিত হবে। ভারতীয় কর্মসংস্থানের উপর চাপ পড়বে। আজ কেন্দ্রের বিজেপি সরকারকে (BJP Govt) জবাব দিতে হবে ‘এত বন্ধুত্বের’ পরেও কেন এই ঘটনা ঘটলো?

ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) জেতাতে ভারতের প্রধানমন্ত্রী (Narendra Modi) টেক্সাসের জনসভায় বলেছিলেন ‘আগলিবার ট্রাম্প সরকার”। আজ তো তাঁকে জবাব দিতে হবে। দিল্লি যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে এভাবেই মোদিকে বিঁধলেন অভিষেক (Abhishek Banerjee)। এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংসদীয় দলের প্রতিনিধি হিসেবে তাঁর বিদেশযাত্রার অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘এতগুলো দেশে গিয়েছি, কিন্তু একটা দেশও পহেলগামের সন্ত্রাসবাদী আক্রমণের নিন্দা করে একটা বিবৃতিও দেয়নি।’ ট্রাম্পকে নিয়ে কোভিডের একমাস আগে গুজরাটে প্রচার করেছিলেন এই মোদি। নানা সময় ‘বন্ধু’র সঙ্গে ছবি তুলতে দেখা গেছে যাঁদের, আজ তো দেশের মানুষের কাছে তাঁদের জবাব দিতেই হবে। তাই আমাদের দিকে প্রশ্ন ছুঁড়ে না দিয়ে, আপনারা নির্বাচন কমিশনারকে জিজ্ঞেস করুন, কেন ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপরে ৫০% ট্যারিফ চাপালেন? অথবা, যখন উনি বিহার নির্বাচনে ভোট দিতে আসবেন, তখন হয়তো এই প্রশ্নের জবাব দেওয়ার উপযুক্ত অবস্থানে থাকবেন।

Related articles

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...

পাঁচ দফা দাবিতে শিলিগুড়িতে বাংলা পক্ষের মহামিছিলে জনজোয়ার

পাঁচ দফা দাবিকে সামনে রেখে শনিবার শিলিগুড়িতে অনুষ্ঠিত হল বাংলা পক্ষের মহামিছিল। বাঙালি জাতীয়তাবাদী এই সংগঠনের ডাকে হাজার...
Exit mobile version