Tuesday, November 11, 2025

কবে হবে আইএসএল (ISL)? বৃহস্পতিবার আটটি ক্লাব কর্তাদের সঙ্গে ফেডারেশন কর্তারা বৈঠকে বসলেও জট কাটল না। ক্লাবগুলো সুপার কাপ খেলতে রাজি হলেও, সেখানেও রয়েছে শর্ত। আইএসএল কিংবা দেশের সর্বোচ্চ ফুটবল লিগ যদি হয় তবেই নাকি তারা সুপার কাপে নামবে। বৃহস্পতিবার আটটি ক্লাবের কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন ফেডারেশন (AIFF) সভাপতি কল্যাণ চৌবে (Kalyan Chaubey) সহ সহ সভাপতি। কিন্তু সেখানে কোনওরকম জটই কার্যত কাটেনি। সেখানে কল্য়াণ চৌবে (Kalyan Chaubey) শুধুই আইএসএল হওয়া নিয়ে আশ্বাস দিয়েছে। কিন্তু কবে থেকে আইএসএল (ISL) শুরু হবে তা নিয়ে ক্লাব গুলোর কাছে কিছুই কথা দিতে পারেননি ফেডারেশন সভাপতি।

দীর্ঘদিন ধরেই আইএসএল হওয়া নিয়ে একটা জট তৈরি হয়েছে। কল্যান চৌবের নেতৃত্বাধীন কমিটির বিরুদ্ধে একাধিক দূর্নীতির অভিযোগ। সেইসঙ্গে এফএসডিএলের শর্তসাপেক্ষে চুক্তি বৃদ্ধিকরণ। এরপরই মামলা শুরু হয় সুপ্রিম কোর্টে। সেখানেই ফেডারেশনের (AIFF) বর্তমান কমিটি এবং সংবিধান নিয়ে রায় দেবে সুপ্রিম কোর্ট। এরপরই নির্বাচন হতে পারে ফেডারেশনে। আর তাতেই ভারতীয় ফুটবলে নেমে এসেছে ঘোর অন্ধকার।

এরই মাঝে ফেডারেশনের উদ্যোগে সুপার কাপ (Super Cup) করার কথা ঘোষণা করা হয়েছে। ফেডারেশন সভাপতির তরফে বলা হয়েছে আইএসএলের (ISL) আগেই হবে সুপার কাপ। সাত থেকে দশ দিনের মধ্যেই নাকি তার দিনও ঘোষণা হয়ে যাবে। কিন্তু এই সিদ্ধান্তে ক্লাবগুলোর কোনও সুরাহা হল কি। উত্তর কিন্তু না। কারণ তাদের দাবী একটাই আইএসএল না হলে কোনও লিগেই তারা খেলবে না।

ফে়ডারেশন সভাপতি জানিয়েছেন, “আইএসএল এবং সুপার কাপ দুটোই হব এই বছর। তবে সুপার কাপ হবে আইএসএলের আগে। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে আমরা বৈঠকে বসব, সেখানেই সুপার কাপের সমস্ত কিছু ঠিক হবে”।

এই অনিশ্চয়তায় ইতিমধ্যেই তিনটি ক্লাব সমস্যায় পড়ে গিয়েছে। বেঙ্গালুরু এফসি, ওড়িশা এফসি ইতিমধ্যেই সমস্ত চুক্তি স্থগিত করে দিয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে বেতনের কাজও। গত বুধবার রাতে চেন্নাইয়িন এফসিও একই পথে হেঁটেছে। সকলের দাবী একটাই ফেডারেশনের তরফে জানানো হোক আইএসএল কবে শুরু হবে।

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...
Exit mobile version