ভারত অধিনায়ক হিসাবে প্রথম পরীক্ষাতেই ফুল মার্কস পেয়েছেন শুভমন গিল (Shubman Gill)। ইংল্যান্ডের ঘরের মাঠে টেস্ট সিরিজ ড্র করে ফিরেছে টিম ইন্ডিয়া (India Team)। সেখানে অধিনায়ক হিসাবে যেমন যোগ্য নেতৃত্ব দিয়েছেন, তেমনই ব্যাটার হিসাবেও দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন এই তরুণ অধিনায়ক। দেশে ফিরেই এবার গিলের (Shubman Gill) কাঁধে নতুন দায়িত্ব। দলীপ ট্রফিতে (Duleep Trophy) নর্থ জোনের অধিনায়কের দায়িত্ব পেলেন শুভমন গিল।
নর্থ জোনে শুধু তিনিই নন আন্তর্জাতিক ক্রিকেটারদের মধ্যে সুযোগ পেয়েছেন রোহিত অর্শদীপ সিং (Arshdeep Singh) হর্ষিত রানা (Harshit Rana)। ঘরোয়া ক্রিকেটে এবার অধিনায়ক গিলের (Shubman Gill) সাফল্যের দৌঁড় দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। ইংল্যান্ডের বিরুদ্ধে এবার দুরন্ত ফর্মে ছিলেন শুভমন গিল। অধিনায়ক হিসাবে যেমন গড়েছেন একাধিক রেকর্ড। তেমনই ব্যাটার হিসাবেও বহু রেকর্ড গড়েছেন এই তারকা ক্রিকেটার।
উত্তরাঞ্চলের দায়িত্বই এবার তাঁর কাঁধে দেওয়া হয়েছে। যদিও গিল, অর্শদীপ এবং হর্ষিতের বিকল্প ক্রিকেটারও রিজার্ভ তালিকায় রাখা হয়েছে। কারণ সামনেই রয়েছে এশিয়া কাপ। যদিও শুভমন গিল সম্প্রতি ভারতের টি টোয়েন্টি ফর্ম্যাটে নেই। তবে অর্শদীপ এবং হর্ষিত রানা ভারতীয় টি টোয়েন্টি দলের নিয়মিত সদস্য। সেই কথা মাথায় রেখেই তাদের বিকল্প ক্রিকেটারও দলে রাখা হয়েছে।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–