আজ রাজ্যজুড়ে পালিত হচ্ছে রাখী বন্ধন উৎসব। এ বাঁধন সব প্রতিকূল পরিস্থিতিতে রক্ষাকবচ হয়ে থাকার প্রতিশ্রুতি। সম্প্রীতির এই উৎসবে সকলের ভালো থাকার কামনা করে শুভেচ্ছা জানিয়ে শনিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি লেখেন, ”রাখী উপলক্ষে আমার সকল বোনদের আন্তরিক শুভেচ্ছা। এই পবিত্র সুতো ভালোবাসা, বিশ্বাস এবং পরিবার ও সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করে। বাংলায় রাখীর বিশেষ তাৎপর্য রয়েছে কারণ এটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাম্প্রদায়িক সম্প্রীতির আহ্বানের প্রতিধ্বনি। এই রাখী আমাদের শান্তি ও সম্প্রীতির প্রতি অঙ্গীকার আরও দৃঢ় করুক। এই উৎসব প্রতিটি ঘরে আনন্দ, সমৃদ্ধি এবং নিরাপত্তার অনুভূতি বয়ে আনুক।”
Heartfelt greetings to all my sisters on the occasion of Rakhi. This sacred thread is a timeless symbol of love, trust and the bond that unites families and communities.
In Bengal, Rakhi holds special significance as it echoes Kobiguru Rabindranath Tagore’s call for communal…
— Abhishek Banerjee (@abhishekaitc) August 9, 2025
রাখী বন্ধন উৎসব (Raksha Bandhan Utsav) মানেই সব ভেদাভেদকে দূরে সরিয়ে রেখে সৌভ্রাতৃত্বের উদযাপন। ১৯০৫ সালে ব্রিটিশের বাংলা ভাগের চক্রান্তের বিরোধিতায় একসঙ্গে আরও বেঁধে বেঁধে থাকার কথা বলেছিলেন স্বয়ং কবিগুরু। লিখেছিলেন গান, ‘বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল-পুণ্য হউক, পুণ্য হউক, পুণ্য হউক হে ভগবান।’ আজ আবার বাংলা বিরোধী চক্রান্ত চলছে। বাংলা ভাষার অপমান করা হচ্ছে। প্রতিবাদে আরও এক ভাষা আন্দোলন শুরু করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহে ২০২৫- এর রাখী বন্ধন উৎসব যেন আরও বেশি করে বাংলার মানুষের একতার বার্তা তুলে ধরছে দেশ তথা বিশ্বের দরবারে।
–
–
–
–
–
–
–
–
–