Tuesday, November 4, 2025

যতবারই বাংলা কিংবা বাঙালির ওপর নেমে এসেছে অন্যায়ের খাঁড়া, গর্জে উঠেছে ফুটবল মাঠ। এবারও তার অন্যথা হল না। ইস্টবেঙ্গলের (Eastbengal) পর এবার বাংলা ও বাঙালিকে বিদ্বেষের প্রতিবাদে গর্জে উঠল মোহনবাগান (Mohunbagan) সমর্থকরাও। শনিবারের যুবভারতীতে ফের উড়ল বাংলা বিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদের টিফো। বাংলা এবং বাঙালিকে যত হেনস্থা করার চেষ্টা হবে, প্রতিবাদের স্বর যে আরও চওড়া হবে তা ফের একবার বুঝিয়ে দিল কলকাতার আরেক প্রধান মোহনবাগান (Mohunbagan)। মনীষীদির ছবি দিয়েই যুবভারতীতেও প্রতিবাদ।

গোটা যুবভারতী (Yuvabharati Stadium) স্টেডিয়াম জুড়ে এদিন শুধুই প্রতিবাদের ছবি দেখা গেল। বিগত বেশ কয়েদিন ধরে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ওপর শুরু হয়েছে অত্যাচার। বাংলা ভাষা বলার অপরাধে বারবার বাঙালিদের বাংলাদেশি বলে অত্যাচারের পরিমান বাড়িয়েছে বিজেপি শাসিত রাজ্যের প্রশাসন। এরই প্রতিবাদে গর্জে উঠেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গোটা রাজ্য জুড়ে তাঁরই উদ্যোগে শুরু হয়েছে ভাষা আন্দোলনও।

তারই শরিক এবার কলকাতার ফুটবলও (Kolkata Football)। ফুটবল বরাবরই বাঙালির ওপর অত্যাচারের প্রতিবাদের ভাষা হয়ে উঠে এসেছে। শনিবার মোহনবাগান (Mohunbagan) বনাম ডায়মন্ডহারবার (DHFC) ম্যাচেও ফের একবার প্রতিবাদের রং সবুজ-মেরুন। মার্তৃভাষার অপমানের প্রতিবাদে যুবভারতী জুড়ে শুধুই প্রতিবাদী টিফো।

ছবিঃ দেবস্মিত মুখোপাধ্যায়

কোথাও লেখা “বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ বাঙালির ভাষা, সত্য হউক সত্য হউক সত্য হউক”। আবার কোনও টিফোতে মার্তৃভাষাকে নিয়ে লেখা হয়েছে, “বাংলা আমার মার্তৃভাষা, আমার ধাত্রীভূমি আমরা মোহনবাগানী”।

গোটা যুবভারতী এদিন ঢেকেছিল বাংলা ও বাঙালি বিদ্বেষের প্রতিবাদের টিফোতে। রবীন্দ্রনাথ থেকে স্বামী বিবেকানন্দের ছবিই এদিন মোহন জনতার প্রতিবাদের ভাষা। বাংলা এবং বাঙালির ওপর অত্যাচার যত বাড়বে, প্রতিবাদ যে ততটাই শক্তিশালী হবে তা ফের একবার স্পষ্ট হয়ে গেল।

Related articles

দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের নামও বাদ! এসআইআরকে ঘিরে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে— এমন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী...

Push-up-এ বাজিমাৎ! মঞ্চে সবাইকে হারালেন অভিষেক

তাঁর জিমি ওয়াক আউট করার ছবি আগেই পোস্ট করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee)।...

এসআইআর মঞ্চে ‘শহিদ বরণ’: সাত শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

বাংলা বিরোধী বিজেপির চক্রান্তে ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা বাংলার লক্ষ লক্ষ মানুষের। সেই আতঙ্কে এখনও পর্যন্ত...

এসআইআর মামলায় দ্রুত শুনানির আর্জি ফেরাল হাই কোর্ট 

ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার দ্রুত শুনানির আবেদন মঙ্গলবারও খারিজ করল...
Exit mobile version