১৯৪২ সালের ৮ অগাস্ট মহাত্মা গান্ধীর নেতৃত্বে পরিচালিত আইন অমান্য আন্দোলন। আন্দোলনে ব্রিটিশ সরকারকে ভারত ছাড়ার জন্য চাপ দেওয়া হয়। এটি ছিল ভারতীয় স্বাধীনতা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এদিন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সংগ্রামীদের স্মরণ করেছেন।
এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছেন, “এই অগাস্ট মাসে ভারত ছাড়ো আন্দোলনের (Quit India Movement) বার্ষিকীতে আমরা সাহসী বীরদের স্মরণ করছি। যারা আমাদের স্বাধীনতা সংগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী ছিলেন। তাঁদের আত্মত্যাগ এবং সংকল্প আমাদের ১৯৪৭ সালে স্বাধীনতার আরও ত্বরান্বিত করেছিল।”
আরও পড়ুন: বাঙালির মাছ বাজার বন্ধের ‘হুলিয়া’! রাজধানীতে বিজেপির দাবি উড়িয়ে প্রমাণ করে দিল তৃণমূল
ভারত ছাড়ো আন্দোলন ভারতের স্বাধীনতা আন্দোলনে একটি নতুন গতি সঞ্চার করে এবং স্বাধীনতার পথকে সুগম করে। সকল স্তরের মানুষ এই আন্দোলনে সামিল হল। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সকলে এক হয়েছিল।
–
–
–
–
–
–