Tuesday, August 12, 2025

২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে কী অধিনায়ক রোহিত শর্মাই (Rohit Sharma)। না বিসিসিআই (BCCI) কিংবা রোহিত শর্মা (Rohit Sharma) নিজে কিছু বলেননি। আইসিসির (ICC) একটি ছবি নিয়েই যত জল্পনা। যদিও শেষপর্যন্ত সেই ছবি সরিয়ে দেওয়া হয়েছে আইসিসির তরফে। আগামী বছর ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই (ODI) সিরিজ খেলবে ভারতীয় দল। সেখানেই একটি ছবি নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। অনেকেই মনে করতে শুরু করেছেন রোহিতকেই দেখা যাবে ওডিআই অধিনায়ক হিসাবেও।

টেস্ট এবং টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন ভারতীয় দলের তারকা অধিনায়ক রোহিত শর্মা। ওডিআই ফর্ম্যাট থাকলেও, তাঁর ভবিষ্যৎ কী হবে সেই নিয়েই শুরু হয়েছে জল্পনা। অনেকেই বলতে শুরু করেছিলেন যে রোহিত শর্মা আদৌ ২০২৭ বিশ্বকাপ (2027 Odi World Cup) খেলতে পারবেন কিনা। সন্দেহও প্রকাশ করেছিলেন অনেকে। এমন পরিস্থিতিতেই আইসিসির (ICC) প্রকাশিত ছবি সকলকে চমকে দিয়েছিল।

২০২৬ সালে যে ওডিআই এবং টি টোয়েন্টি সিরিজ রয়েছে, সেই সমস্তকিছুর একসঙ্গে ছবি করেই ইংল্যান্ড অধিনায়কের সঙ্গে রোহিত শর্মার (Rohit Sharma) ছবি প্রকাশ করেছিল আইসিসি। আর সেই ছবি ছড়িয়ে পড়তে খুব একটা বেশি সময় নেয়নি। সেটা দেখার পর থেকেই অনেকে মনে করতে শুরু করেছেন তবে হয়ত রোহিত শর্মার ওপরই ওডিআই বিশ্বকাপেও আস্থা রাখতে চলেছে বিসিসিআই।

যদিও সেই ছবি সরিয়ে দিয়েছে আইসিসি নিজেই। যদিও কয়েকদিন আগেই গৌতম গম্ভীর জানিয়ছিলেন যে বয়স নাকি কোনও ব্যপার নয়, পারফর্ম করতে পারলেই নাকি ভারতীয় দলের হয়ে সে খেলবে। আর এবার আইসিসির এই ছবি। দুটো মিলিয়ে কিন্তু রোহিত শর্মাকে নিয়ে নতুন জল্পনাই শুরু হয়ে গিয়েছে।

Related articles

ভুয়ো থানার নেপথ্যে বিভাস অধিকারীর পুরনো রাজনৈতিক যোগের অভিযোগ

ভুয়ো থানা, জাল পুলিশ পরিচয়—বিভাস অধিকারীর কাণ্ড ইতিমধ্যেই জনমানসে রীতিমতো বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি করেছে। কিন্তু শুধু প্রতারণা...

শ্রীলঙ্কার মন্ত্রী ও শীর্ষ অর্থনৈতিক বিশিষ্টদের সঙ্গে নৈশভোজ-আলোচনা বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের 

বাংলা শিল্পোদ্যোগী প্রসূন মুখোপাধ্যায়ের আয়োজিত এক বিশেষ নৈশভোজে হাজির হলেন শ্রীলঙ্কার তিন শীর্ষ অর্থনৈতিক নীতি-নির্ধারক। তারা হলেন শ্রম...

সোনামুখীতে তৃণমূল বুথ সভাপতিকে গুলি করে খুন! এলাকায় চাঞ্চল্য 

বাঁকুড়ার সোনামুখী ব্লকের চকাই গ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন তৃণমূলের বুথ সভাপতি আয়ুব খান। রবিবার রাতে এই ঘটনায়...

পুলিশের উপর বিরোধীদের হামলা-কুকথা: মঙ্গলবার পথে নামছে পুলিশ পরিবার

আন্দোলনের নামে কলকাতা শহর-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা আর সেটার রুখতে গিয়ে বারবার আক্রমণের শিকার পুলিশ...
Exit mobile version