মৃত্যুঞ্জয় লোক্ষণ
রাখি বন্ধন —শুধু ভাই-বোনের সম্পর্কের উৎসব নয়, এটি আত্মীয়তা ও মানবিকতার এক অটুট বন্ধন। সেই রাখি বন্ধন উপলক্ষ্যে “দর্শন শিক্ষালয়”-এর বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্যোগে রবিবার আয়োজিত হল এক স্বেচ্ছায় রক্তদান শিবির, যা রূপ নেয় উৎসবের আবহে মানবতার মহোৎসবে। শিবিরে ১৪ জন মহিলা সহ মোট ৭৬ জন রক্তদাতা এগিয়ে আসেন অন্যের জীবন বাঁচানোর উদ্দেশ্যে।
এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডেপুটি সুপার রোহন জয় বিশ্ববাগ, বাঁকুড়া পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অপর্ণা চ্যাটার্জি, চিকিৎসক ড. রাজেন্দ্র প্রসাদ মুখার্জী, বিশিষ্ট শিক্ষক অনাদি দাস, বিশিষ্ট সমাজসেবী কার্ত্তিক মাল, শ্রদ্ধেয় পরেশনাথ দত্ত এবং এলাকার আরও অনেকে। অনুষ্ঠানের শুরুতেই অতিথিরা রক্তদাতাদের সাহসিকতা ও মানবিকতার প্রশংসা করেন এবং জানান, এ ধরনের সামাজিক উদ্যোগ শুধু জীবন রক্ষা নয়, সমাজে মানবিক মূল্যবোধকে আরও দৃঢ় করে। উপস্থিত বিশিষ্টজনেরা তরুণ প্রজন্মকে এই ধরনের কাজে এগিয়ে আসার আহ্বান জানান। তারা বলেন, আজকের দিনে স্বেচ্ছায় রক্তদান শুধু দায়িত্ব নয়, এটি মানবতার প্রতি এক পবিত্র অঙ্গীকার।
শিবিরে রক্তদাতাদের হাতে উদ্যোক্তাদের পক্ষ থেকে সাম্মানিক স্মারক, ফাইল এবং চারাগাছ তুলে দেওয়া হয়। চারাগাছ দেওয়ার মাধ্যমে পরিবেশ সচেতনতাও সমানভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন আয়োজকেরা। আয়োজকরা জানান, এই উদ্যোগ কেবল এক দিনের নয়, ভবিষ্যতেও এ ধরনের সমাজসেবামূলক কর্মসূচি অব্যাহত থাকবে, যাতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর বার্তা আরও বিস্তৃত হয়।
রাখি বন্ধন উপলক্ষ্যে এই রক্তদান শিবির প্রমাণ করল—মানবতার বন্ধনই সবচেয়ে দৃঢ়, আর ভালোবাসা ও সহমর্মিতাই পারে সমাজকে সুন্দর ও সুস্থ করে তুলতে।
আরও পড়ুন – বাংলার সম্মান রক্ষার লড়াই, ছাব্বিশে বিজেপিকে বিদায়ের হুঁশিয়ারি সায়নীর
_
_
_
_
_
_
_
_
_
_