রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) কী ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ (Odi World Cup) খেলবেন? এই নিয়েই এখন চর্চা তুঙ্গে। সেই প্রসঙ্গেই মুখ খুললেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। দুই ক্রিকেটারকে নিয়ে বড় বার্তাও দিলেন সৌরভ। প্রাক্তন ভারত অধিনায়কের সাফ কথা, যদি ফর্মে থাকে তবে অবশ্যই নাকি ভারতীয় দলের হয়ে নামবেন তারা। বিশেষ করে এই দুই ক্রিকেটারের রেকর্ডের কথাই শোনা গেল সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) মুখে।
টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরই এই ফর্ম্যাট থেকে অবসর নিয়েছিলেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। জল্পনাটা সেই থেকেই শুরু হয়েছিল। এরপর চলতি বছরে আইপিএল চলার মাঝেই টেস্ট থেকে অবসর নেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। শুধুমাত্র ওডিআই ফর্ম্যাটেই তারা খেলবেন বলেন।
আগামী ২০২৭ সালে রয়েছে ওডিআই বিশ্বকাপ। সেখানে কি বিরাট ও রোহিত কে দেখা যাবে। উত্তর দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি জানিয়েছেন, এটা বলাটা সত্যিই খুব কঠিন। যে ভালো পারফরম্যান্স করবেন সেই সুযোগ পাবেন। তারা যদি ভালো পারফরম্যান্স করেন অবশ্যই তাদের এগিয়ে যাওয়া উচিৎ। বিরাট কোহলি এবহং রোহিত শর্মার ওডিআই রেকর্ড অসাধারণ।
এই মুহূর্তে দুই ক্রিকেটারই মাঠের থেকে অনেকটা দূরে রয়েছেন। আগামী অক্টোবর মাসেই প্রথমবার নামতে চলেছেন তারা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজ রয়েছে। সেখানেই দেখা যেতে পারে এই দুই তারকা ক্রিকেটারকে।
–
–
–
–
–
–
–