ঝড়-বৃষ্টি থেমেছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather), কিন্তু দুর্যোগের মেঘ পুরোপুরি সরে গেছে সে কথা এখনই বলা যাচ্ছে না। একদিকে বিহার এবং ঝাড়খণ্ডে ঘূর্ণাবর্ত অন্যদিকে উত্তরপ্রদেশ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত অক্ষরেখা বিস্তৃত থাকার প্রভাবে দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প বাড়বে, বৃষ্টি কমবে। যদিও উত্তরবঙ্গের সম্পূর্ণ বিপরীত ছবি।
আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে, রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত পাহাড়ে বিক্ষিপ্ত বৃষ্টির (Rain) দাপট চলবে। আজ উত্তরের ৫ জেলায় হলুদ সর্তকতা রয়েছে। সোমবার অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। মঙ্গলবারে দুর্যোগ চলবে। আগামী সপ্তাহে শুক্রবারের পর পরিস্থিতি বদলের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও পুরোপুরি বন্ধ হবে না। রবিবাসরীয় সকাল থেকে মেঘ রোদের লুকোচুরি চলছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তিও বাড়বে। আজ পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে বিক্ষিপ্ত বর্ষণ হতে পারে। রবিবার শহরে ভারী বৃষ্টির সম্ভাবনা কম, বরং ঊর্ধ্বমুখী হবে কলকাতার তাপমাত্রা।
–
–
–
–
–
–
–
–
–