Tuesday, August 12, 2025

জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) সিদ্ধান্ত নিয়ে এবার মুখ খুললেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তথা নির্বাচক দিলীপ ভেঙ্গসরকার (Dilip Vengsarkar)। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে মাত্র তিনটি ম্যাচে খেলতে পেরেছেন তিনি। সেই নিয়েই এবার প্রশ্ন তুললেন দিলীপ ভেঙ্গসরকার (Dilip Vengsarkar)। তাঁর মতে ইংল্যান্ড বনাম ভারত টেস্ট সিরিজের জন্য আইপিএল না খেলাই উচিৎ ছিল জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। নির্বাচকদের মুকেশ আম্বানির সঙ্গে কথা বলারও বার্তা দিয়েছেন এই প্রাক্তন ক্রিকেটার।

জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টেস্টে না খেলার কথা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন সকলে। সেইসঙ্গে শেষ টেস্টে থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। এরপরই জানা গিয়েছিল যে জসপ্রীত বুমরা নাকি হাঁটুতে চোট পেয়েছিলেন। এর ফলে আসন্ন এশিয়া কাপেও বুমরার খেলা নিয়ে শুরু হয়েছে জল্পনা। তাঁকে কি আদৌ স্বমহিমায় পাওয়া যাবে এশিয়া কাপের (Asia Cup) মঞ্চে? সেই বুমরাকে নিয়েই এবার প্রশ্ন তুললেন ভেঙ্গসরকার। যখন তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের সমস্যাই রয়েছে। সেইসঙ্গে কোমড়ের একটা সমস্যাও ভোগাচ্ছে বুমরাকে। সেক্ষেত্রে কেন তিনি দেশের থেকেও আইপিএলকে (IPL) বেশি গুরুত্ব দিলেন। সেই নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেছেন ভেঙ্গসরকার (Dilip Vengsarkar)।

প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মতে জসপ্রীত বুমরার দেশের কথাই আগে ভাবা উচিৎ ছিল। সেই জন্য আইপিএলে না খেলার সিদ্ধান্তই নিতে পারতেন তিনি। ভেঙ্গসরকার জানিয়েছেন, “তাঁর ওয়ার্কলোডের সমস্যা এবং ইংল্যান্ড বনাম ভারত টেস্টের গুরুত্ব বিচার করে আইপিএল থেকে সরে দাঁড়ানোই উচিৎ ছিল বুমরার। বুমরার মতো একজন বোলারকে সম্পূর্ণ সুস্থভাবে পাওয়াটা এমন একটা সিরিজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আমি যদি নির্বাচক হতাম তবে মুকেশ আম্বানির সঙ্গে্ কথা বলে বোঝাতাম যে ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজটা খেলা আইপিএলের থেকেও কতটা গুরুত্বপূর্ণ”।

শুধুমাত্র বুমরাহ নয়, অজিত আগরকরকেও প্রশ্নের মুখে ফেলেছেন দিলীপ ভেঙ্গসরকার। তাঁর মতে নির্বাচক হিসাবে অতিজ আগরকরের উচিৎ ছিল মুকেশ আম্বানির সঙ্গে কথা বলার। যদিও তেমনটা হয়নি। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় সকলে।

Related articles

ভুয়ো থানার নেপথ্যে বিভাস অধিকারীর পুরনো রাজনৈতিক যোগের অভিযোগ

ভুয়ো থানা, জাল পুলিশ পরিচয়—বিভাস অধিকারীর কাণ্ড ইতিমধ্যেই জনমানসে রীতিমতো বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি করেছে। কিন্তু শুধু প্রতারণা...

শ্রীলঙ্কার মন্ত্রী ও শীর্ষ অর্থনৈতিক বিশিষ্টদের সঙ্গে নৈশভোজ-আলোচনা বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের 

বাংলা শিল্পোদ্যোগী প্রসূন মুখোপাধ্যায়ের আয়োজিত এক বিশেষ নৈশভোজে হাজির হলেন শ্রীলঙ্কার তিন শীর্ষ অর্থনৈতিক নীতি-নির্ধারক। তারা হলেন শ্রম...

সোনামুখীতে তৃণমূল বুথ সভাপতিকে গুলি করে খুন! এলাকায় চাঞ্চল্য 

বাঁকুড়ার সোনামুখী ব্লকের চকাই গ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন তৃণমূলের বুথ সভাপতি আয়ুব খান। রবিবার রাতে এই ঘটনায়...

পুলিশের উপর বিরোধীদের হামলা-কুকথা: মঙ্গলবার পথে নামছে পুলিশ পরিবার

আন্দোলনের নামে কলকাতা শহর-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা আর সেটার রুখতে গিয়ে বারবার আক্রমণের শিকার পুলিশ...
Exit mobile version