Sunday, November 2, 2025

বারবার মিছিল-মিটিংয়ের অনুমতি চেয়ে মামলায় বিরক্ত বিচারপতি! শুভেন্দুর সভার অনুমতি দিল না হাইকোর্ট

Date:

পুলিশ কোনও সভা বা মিছিল করার অনুমতি না দিলেই বিশেষত রাজ্যের বিরোধী দলনেতা তথা শুভেন্দু অধিকারী হাইকোর্টের দ্বারস্থ হন। দু-একটি ক্ষেত্রে অনুমতি দিলেও বারবার এই একই ঘটনার পুনরাবৃত্তিতে রীতিমতো বিরক্ত হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কলকাতা ও রাজ্যের বিভিন্ন জায়গায় মিছিল-মিটিং করার অনুমতি চেয়ে বারবার মামলা হওয়ায় রীতিমতো বিরক্ত হয়ে অসন্তোষ প্রকাশ করলেন হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তাঁর মন্তব্য, “মিছিল-মিটিং নিয়ে অনুমতি চাইলে এবার থেকে জনস্বার্থ মামলা করুন। ডিভিশন বেঞ্চে যান। একক বেঞ্চ এই ধরনের মামলা আর শুনবে না।”

সোমবার তারাতলার শিবমন্দির এলাকায় জনসভা করার জন্য মামলা দায়েরের অনুমতি চান আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায়। ওই সভায় উপস্থিত থাকার কথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কিন্তু সেই আবেদন খারিজ করে দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি স্পষ্ট জানান, ভবিষ্যতে এই ধরনের অনুমতি সংক্রান্ত মামলা জনস্বার্থ মামলা হিসেবেই করা হবে।

প্রসঙ্গত এর আগে শুভেন্দু অধিকারী একাধিকবার রাজ্যের বিভিন্ন এলাকায় সভা করার অনুমতি না পেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন। অভিযোগ করেছেন, পুলিশ তাঁকে সভা করতে বাধা দিয়েছে। বহু ক্ষেত্রে আদালত তাঁর পক্ষে রায় দিয়েছে। গত মার্চে পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় মিছিলের অনুমতিও দিয়েছিল হাই কোর্ট। তবে এবার যেই সভায় তাঁর উপস্থিত থাকার কথা ছিল, সেই মামলা শুরুর আগেই আবেদন খারিজ হল আদালতে।

আরও পড়ুন – ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এ মন্ত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক করলেন মুখ্যমন্ত্রী

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

হ্যালো মিস্টার খান, আজ থেকে আপনি সিনিয়র সিটিজেন!

দিল্লি থেকে মুম্বই আসার জন্য ট্রেনের টিকিট কাটতে পারেননি তিনি, আজ সেই মানুষটাকে দেখতে কয়েকশো কোটি টাকার টিকিট...

বিহারে লালু-ঘনিষ্ঠ নেতার মৃত্যুতে গ্রেফতার জেডিইউ প্রার্থী

ভোটের প্রচারে সরবরাহ বিহার (Bihar Assembly Election)। শাসকবিরোধী সব রাজনৈতিক দলই রাস্তায় নেমে নিজের ও দলের কাজকর্মের কথা...

লন্ডনগামী ট্রেনে আততায়ীর হামলা! ছুরির এলোপাথাড়ি কোপে রক্তাক্ত অন্তত ১০

ভয়াবহ কাণ্ড লন্ডনগামী ট্রেনে। দুই আততায়ীর বিরুদ্ধে হঠাৎ করেই ট্রেনের ভিতরে যাত্রীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। তাদের...

চড়ছে প্রত্যাশার পারদ, আজ বিশ্বকাপ ফাইনালে ইতিহাসের সামনে ভারতীয় মহিলা ক্রিকেট দল 

সেমিফাইনালে অসাধ্য সাধন, ফাইনালে একটাই স্লোগান "bring it home"! ১৪০ কোটির দেশ আজ তাকিয়ে আছে ভারতীয় মেয়েদের (Indian...
Exit mobile version