‘কর্পূর’ দিয়ে শুরু। পরিচালক অরিন্দম শীল। শুটিং শেষ। এবার দ্বিতীয় ছবিতে নেমে পড়লেন সাংবাদিক রাজনীতিবিদ কুণাল ঘোষ। এবার পরিচালক ব্রাত্য বসু (Bratya Basu)। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনি অবলম্বনে ছবি হচ্ছে ‘শেকড়।’ আছেন চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury), সীমা বিশ্বাস (Seema biswas), লোকনাথ দে, ঋদ্ধি সেন, পৌলমী বসু, অম্বরীশ ভট্টাচার্য, আরেক রাজনীতিবিদ নারায়ণ গোস্বামী প্রমুখ। সঙ্গীত পরিচালনায় প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়। প্রযোজক ফিরদৌসল হাসান। শিল্পীদের সঙ্গে পরিচালকের ওয়ার্কশপ (workshop) শুরু হয়ে গিয়েছে। শুটিং হবে কলকাতা, বোলপুর, বারাণসীতে। জানা গেছে, এই ছবিতেও কুণাল ঘোষ থাকছেন রাজনীতিবিদের চরিত্রে। কাহিনিতে রয়েছে নানা সম্পর্কের নাটকীয় টানাপোড়েন। চলতি মাসেই লুক সেট (look set) শিল্পীদের। আউটডোর (outdooor) পুজোর পর। মুক্তির পরিকল্পনা আছে জানুয়ারিতে।

আরও পড়ুন: নাম-জন্মস্থান বদলে অপমান! ক্ষুদিরামের শহিদ দিবসে সরব মুখ্যমন্ত্রী

–

–

–

–

–

–
–

–
