Tuesday, August 12, 2025

এশিয়া কাপের (Asia Cup) সময় ক্রমশ এগিয়ে আসছে। আর সেখানেই ভারতের চিন্তা ক্রমশ বাড়ছে। এশিয়া কাপে ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) খেলা ঘিরে এবার ঘোর অনিশ্চয়তা। হারনিয়া অস্ত্রোপচারের পর ব্যাট হাতে প্রস্তুতিতে নামলেও তিনি খেলার মতো পরিস্থিতিতে আছেন কিনা সেটা নিয়েই চলছে জোর জল্পনা। আর তার কারণ একটাই। তাঁকে এনসিএ-তে ফিটনেস টেস্ট দিতে হবে। সেখানে সূর্যকুমার (Suryakumar Yadav) পাশ করতে না পারলে যে ভারতীয় দলে বিরাট ধাক্কা তা বলার অপেক্ষা রাখে না।

আগামী সেপ্টেম্বরেই শুরু হবে এবারের এশিয়া কাপ। কিন্তু সে্খানে নামার আগে ভারতীয় দলের দুই তারকাকে নিয়ে সবচেয়ে বেশি চিন্তায় পড়েছে টিম ইন্ডিয়া। কারণ একটাই, ফিটনেস। সূর্যকুমার যাদবের সঙ্গে হার্দিক পান্ডিয়াকেও (Hardik Pandya) ডাকা হয়েছে এনসিএ-তে। চলতি মাসের ১১ ও ১২ অগাস্ট এনসিএ-তে হবে দুই ক্রিকেটারের ফিটনেস টেস্ট।

সেই রিপোর্টের ওপরই যে নির্ভর করছে তাদের এশিয়া কাপে খেলার কথা তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। হারনিয়া অস্ত্রোপচার হয়েছে সূর্যকুমার যাদবের। এনসিএ-তে তাঁর চূড়ান্ত পরীক্ষা হবে। এরপরই সিদ্ধান্ত। তবে হার্দিকের ফিটনেস টেস্ট শোনা যাচ্ছে রুটিন চেকআপই হবে। হার্দিক পান্ডিয়া প্রস্তুতিও শুরু করে দিয়েছে ইতিমধ্যে। সেপ্টেম্বরে এশিয়া কাপ নিয়ে এখন থেকেই শুরু হয়ে গিয়েছে তোরজোর।

Related articles

কলকাতার হোটেল থেকে BSF জওয়ানের দেহ উদ্ধারে চাঞ্চল্য!

দুদিন ধরে হোটেলের রুম থেকে বেরোতে দেখা যায়নি তাঁকে। অবশেষে বেরোলো মৃতদেহ। কলকাতার ভিআইপি রোডের (VIP road) একটি...

রাজ্যের বিভিন্ন দফতরে নতুন কর্মী নিয়োগ, অনুমোদন মন্ত্রিসভার

রাজ্যের স্থায়ী ও চুক্তিভিত্তিক মিলিয়ে মোট ৬২৭টি পদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। নবান্ন সূত্রে জানা গেছে,...

ভুয়ো থানার নেপথ্যে বিভাস অধিকারীর পুরনো রাজনৈতিক যোগের অভিযোগ

ভুয়ো থানা, জাল পুলিশ পরিচয়—বিভাস অধিকারীর কাণ্ড ইতিমধ্যেই জনমানসে রীতিমতো বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি করেছে। কিন্তু শুধু প্রতারণা...

শ্রীলঙ্কার মন্ত্রী ও শীর্ষ অর্থনৈতিক বিশিষ্টদের সঙ্গে নৈশভোজ-আলোচনা বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের 

বাংলা শিল্পোদ্যোগী প্রসূন মুখোপাধ্যায়ের আয়োজিত এক বিশেষ নৈশভোজে হাজির হলেন শ্রীলঙ্কার তিন শীর্ষ অর্থনৈতিক নীতি-নির্ধারক। তারা হলেন শ্রম...
Exit mobile version