Sunday, November 16, 2025

ট্রাম্পের ট্যারিফে কী পর্যায়ে ভারতের বাণিজ্যচুক্তি? অভিষেকের প্রশ্নের জবাবে জানাল কেন্দ্র

Date:

ভারতের উপরে দুই ধাপে মোট ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা (America)। ট্রাম্পের ট্যারিফ চাপানো নিয়ে উত্তাল দেশ। ধাক্কা লেগেছে শেয়ার বাজারেও। এই পরিস্থিতিতে ভারতের (India) বাণিজ্যচুক্তি কী পর্যায়ে দাঁড়িয়ে আছে? তার ভবিষ্যৎই বা কী? কেন্দ্রের কাছে জানতে চেয়েছিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। উত্তরে বাণিজ্য মন্ত্রক ২০২৫ সালের মার্চে দু’দেশের মধ্যে বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

অভিষেক (Abhishek Banerjee) জানতে চেয়েছিলেন,
আমেরিকা ও ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আলোচনা কোন পর্যায়ে রয়েছে? কতদিনের মধ্যে ফ্রেমওয়ার্ক তৈরি হতে পারে?
কেন্দ্রীয় সরকার কি হিসেব করেছে বস্ত্র, ওষুধ, বৈদ্যুতিন যন্ত্রাংশ রফতানির ক্ষেত্রে ট্রাম্পের শুল্ক ভারতের উপর কতটা প্রভাব ফেলবে?
এই শুল্ক আরোপ হওয়ায় ভারতীয় পণ্যগুলির ক্ষেত্রে বিশেষ সুবিধা পেতে কেন্দ্র কোনও পদক্ষেপ করছে কি?
শুল্ক চাপানোর পরে ভারত কি আমেরিকার কাছে এই বিষয়ে জানিয়েছে? ব্যবসায় যে সমস্যা হবে, সেটা কি জানানো হয়েছে? যদি না জানানো হয়, তাহলে তার কী?

এর উত্তরে কেন্দ্রীয় বাণিজ্য প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ জানান, ৭ অগাস্ট থেকে ভারতের রফতানি করা কয়েকটি দ্রব্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে আমেরিকা। ২৭ অগাস্ট থেকে আরও ২৫ শতাংশ শুল্ক চাপানোর কথা রয়েছে। তবে ওষুধ এবং বৈদ্যুতিন ক্ষেত্রে কোনও অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়নি। এবছর মার্চেই দু’দেশের মধ্যে বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে। ইতিমধ্যে পাঁচদফায় আলোচনা হয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী জানান, শ্রমিক, কৃষক, রফতানিকারক, ব্যবসায়ী, উদ্যোগপতিদের স্বার্থ বজায় রাখতে সব পদক্ষেপ করছে কেন্দ্র।
আরও খবর: সেপ্টেম্বরের শুরুতে সুপ্রিম কোর্টে ওবিসি শুনানি: আশ্বাস প্রধান বিচারপতির

Related articles

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...
Exit mobile version