Monday, November 3, 2025

সেপ্টেম্বরের শুরুতে সুপ্রিম কোর্টে ওবিসি শুনানি: আশ্বাস প্রধান বিচারপতির

Date:

সংরক্ষণের জটে বারবার রাজ্যের পঠন পাঠন থেকে নিয়োগকে থমকে যেতে হয়েছে। ওবিসি নিয়ে বারবার বিরোধীদের মামলা দায়ের করায় স্পষ্ট হয়ে গিয়েছে রাজ্যের উন্নয়নে কোনও পদক্ষেপকেই মেনে নিতে পারে না বিরোধীরা। ফলে রাজ্যকেও ওবিসি (OBC) জট কাটাতে বারবার সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হতে হয়েছে। তবে সোমবার শুনানি না হওয়ায় সেই মামলা আরও প্রায় একমাস পিছিয়ে গেল। যদিও প্রধান বিচারপতি বি আর গভাই (CJI B R Gavai) সেপ্টেম্বরের পরবর্তী নির্ধারিত দিনেই শুনানির আশ্বাস দেন।

সুপ্রিম কোর্ট কলকাতা হাই কোর্টের ওবিসি তালিকায় স্থগিতাদেশ প্রত্যাহারের নির্দেশ দিয়েছিল। কিন্তু হাই কোর্টের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশে ফের একাধিক পরীক্ষার ফল প্রকাশ ও ভর্তি সংক্রান্ত সমস্য়া শুরু হয়। সেই কারণেই সুপ্রিম কোর্টে ওবিসি মামলার শুনানি জরুরি ভিত্তিতে হওয়ার প্রয়োজন হয়ে পড়ে। সোমবার সেই মামলার শুনানি সুপ্রিম কোর্টে হওয়ার কথা থাকলেও শুনানি হয়নি।

আরও পড়ুন: ট্রাম্পের ৫০ শতাংশ শুল্কের আঘাত: রফতানির ধসে পড়ার ছবি প্রকাশ তৃণমূলের

ফলে রাজ্য সরকারের তরফে মঙ্গলবার ফের জরুরি ভিত্তিতে মামলার শুনানির আবেদন জানানো হয় প্রধান বিচারপতি বি আর গভাইয়ের বেঞ্চে। মঙ্গলবার জরুরি ভিত্তিতে শুনানির আবেদন খারিজ করে দেন প্রধান বিচারপতি। তবে সুপ্রিম কোর্টে সূত্রে খবর ১০ সেপ্টেম্বরের মধ্যে এই মামলার শুনানি হবে। রাজ্যের পক্ষে আইনজীবী কপিল সিব্বলের আবেদনে জানান, সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ সংক্রান্ত নির্দেশ পাস করার পরিবর্তে নতুন নতুন নির্দেশ দিচ্ছে কলকাতা হাই কোর্ট। প্রধান বিচারপতির (CJI B R Gavai) আশ্বাস, পরবর্তী শুনানির দিন কোনওভাবেই এই মামলাকে তালিকা থেকে সরানো যাবে না।

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version