Sunday, November 9, 2025

কেন্দ্রের তথ্যেই বিজেপির মিথ্যাচার ফাঁস, শিল্পায়নে এগিয়ে বাংলা

Date:

বাংলা এবং বাংলার শিল্পায়ন নিয়ে বিজেপির কুৎসা অব্যাহত। বাংলায় নাকি শিল্প আসছে না বরং চলে যাচ্ছে। কেন্দ্রের তথ্য দিয়ে বিজেপির মিথ্যাচার ফাঁস করল তৃণমূল।রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাঁজা বলেন, সম্প্রতি সংসদে তৃণমূল কংগ্রেসের তরফে কর্পোরেট বিষয়ক মন্ত্রককে জানতে চাওয়া হয়েছিল ২০১১ সালে বাংলায় ক’টি রেজিস্ট্রার্ড কোম্পানি ও তাদের অফিস ছিল। ২০২৫ সালেই বা সে তথ্য কী। কেন্দ্রের জবাব ছিল, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার সময় রেজিস্ট্রার্ড কোম্পানি ও অফিস ছিল ১ লক্ষ ৩৭ হাজার ১৫৬টি। ২০২৫ সালে সে সংখ্যা বেড়ে হয়েছে ২ লক্ষ ৫০ হাজার ৩৪৩টি। অর্থাৎ প্রায় ১ লক্ষ ১৫ হাজার রেজিস্ট্রার্ড কোম্পানি ও অফিস বেড়েছে বাংলায়। এই সংখ্যা কী প্রমাণ করে? কোম্পানি এবং অফিস তৈরি হয়েছে ব্যবসা করার জন্যই। তথ্য প্রমাণ করছে বাংলা বাড়ছে শুধুই নয় দ্বিগুণ হয়েছে। কেন্দ্রের কাছে প্রশ্ন ছিল গত ৬ বছরে নতুন ক’টি কোম্পানি বাংলায় এসেছে? জবাবে জানানো হয়েছে, ৪৪ হাজার ৪০টি কোম্পানি। আর বাংলা থেকে চলে গিয়েছে মাত্র ১হাজার ৭৪২টি কোম্পানি।

কেন্দ্রের দেওয়া তথ্যতেই স্পষ্ট, বাংলায় শিল্পায়নের গতিপথ কতটা ঊর্ধ্বমুখী। বিজেপি রাজনীতি করতে গিয়ে যে মিথ্যাচার করছে তা প্রমাণিত হয়ে যাচ্ছে তাদের দেওয়া তথ্যেই। শিল্প বৃদ্ধি শুধু নয়, গোটা দেশের নজরকাড়া লগ্নি হয়েছে বাংলায়। মুখ্যমন্ত্রী নেতৃত্বে শুধু দেশ নয় বিদেশের লগ্নিও ক্রমাগত আসছে। আর তা সম্ভব হয়েছে রাজ্যে শিল্পনীতির কারণেই। তৃণমূলের জবাব বিজেপিকে বারবার কেন্দ্রীয় তথ্যেই বাংলার এগিয়ে থাকার চিত্র উঠে এসেছে। বাংলা নিয়ে মিথ্যাচার বন্ধ করুন। মানুষকে প্রকৃত তথ্য জানান।

 

Related articles

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...
Exit mobile version