Wednesday, August 20, 2025

কেন্দ্রের তথ্যেই বিজেপির মিথ্যাচার ফাঁস, শিল্পায়নে এগিয়ে বাংলা

Date:

বাংলা এবং বাংলার শিল্পায়ন নিয়ে বিজেপির কুৎসা অব্যাহত। বাংলায় নাকি শিল্প আসছে না বরং চলে যাচ্ছে। কেন্দ্রের তথ্য দিয়ে বিজেপির মিথ্যাচার ফাঁস করল তৃণমূল।রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাঁজা বলেন, সম্প্রতি সংসদে তৃণমূল কংগ্রেসের তরফে কর্পোরেট বিষয়ক মন্ত্রককে জানতে চাওয়া হয়েছিল ২০১১ সালে বাংলায় ক’টি রেজিস্ট্রার্ড কোম্পানি ও তাদের অফিস ছিল। ২০২৫ সালেই বা সে তথ্য কী। কেন্দ্রের জবাব ছিল, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার সময় রেজিস্ট্রার্ড কোম্পানি ও অফিস ছিল ১ লক্ষ ৩৭ হাজার ১৫৬টি। ২০২৫ সালে সে সংখ্যা বেড়ে হয়েছে ২ লক্ষ ৫০ হাজার ৩৪৩টি। অর্থাৎ প্রায় ১ লক্ষ ১৫ হাজার রেজিস্ট্রার্ড কোম্পানি ও অফিস বেড়েছে বাংলায়। এই সংখ্যা কী প্রমাণ করে? কোম্পানি এবং অফিস তৈরি হয়েছে ব্যবসা করার জন্যই। তথ্য প্রমাণ করছে বাংলা বাড়ছে শুধুই নয় দ্বিগুণ হয়েছে। কেন্দ্রের কাছে প্রশ্ন ছিল গত ৬ বছরে নতুন ক’টি কোম্পানি বাংলায় এসেছে? জবাবে জানানো হয়েছে, ৪৪ হাজার ৪০টি কোম্পানি। আর বাংলা থেকে চলে গিয়েছে মাত্র ১হাজার ৭৪২টি কোম্পানি।

কেন্দ্রের দেওয়া তথ্যতেই স্পষ্ট, বাংলায় শিল্পায়নের গতিপথ কতটা ঊর্ধ্বমুখী। বিজেপি রাজনীতি করতে গিয়ে যে মিথ্যাচার করছে তা প্রমাণিত হয়ে যাচ্ছে তাদের দেওয়া তথ্যেই। শিল্প বৃদ্ধি শুধু নয়, গোটা দেশের নজরকাড়া লগ্নি হয়েছে বাংলায়। মুখ্যমন্ত্রী নেতৃত্বে শুধু দেশ নয় বিদেশের লগ্নিও ক্রমাগত আসছে। আর তা সম্ভব হয়েছে রাজ্যে শিল্পনীতির কারণেই। তৃণমূলের জবাব বিজেপিকে বারবার কেন্দ্রীয় তথ্যেই বাংলার এগিয়ে থাকার চিত্র উঠে এসেছে। বাংলা নিয়ে মিথ্যাচার বন্ধ করুন। মানুষকে প্রকৃত তথ্য জানান।

 

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version