পুরীর জগন্নাথ মন্দিরের (Puri Jagannath Temple) দেওয়ালে হুমকি বার্তা। বুধবার সকালে ঘটনাটি সামনে আসে। জগন্নাথ মন্দিরের দক্ষিণদিকের পরিক্রমার পথ বুধি মা মন্দিরের দুটি দেওয়ালে এই হুমকি বার্তা লেখা দেখতে পাওয়া গিয়েছে। একটিতে লেখা আছে, মন্দিরটি (Puri Jagannath Temple) উড়িয়ে দেবে জঙ্গিরা। আরেকটি হুমকিবার্তায় কয়েকটি ফোন নম্বর দিয়ে তাতে কল করতে বলা হয়েছে ৷ না হলে বড় ধরনের মূল্য চোকাতে হবে বলে হুমকি দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুরীর পুলিশ
ছবিতে দেখা যাচ্ছে ইংরেজি ও ওড়িশা ভাষায় হুমকির বার্তা লেখা হয়েছে। সঙ্গে একাধিক ফোন নম্বর দেওয়া রয়েছে। কল না করলেও মূল্য চোকাতে হবে বলে হুমকি দেওয়া হয়েছে। পুরীর মন্দিরের অনেক সিসি ক্যামেরা লাগানো আছে। তদন্তে নেমে সেই সিসিটিভি ফুটেজ দেখে সন্দেহভাজনদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।
পুরীর পুলিশ সুপার পিনাক মিশ্র বলেন, “সকালে আমরা খবর পেয়েছি যে বুধি মা মন্দিরের দেওয়ালে কিছু লেখা আছে। মন্দিরের দেওয়ালে কিছু আপত্তিকর কথা লেখা হয়েছে। আমাদের কাছে মন্দিরের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। লেখাটি কখন লেখা হয়েছিল, কে লিখেছে, দেওয়ালে কার ফোন নম্বর লেখা আছে আমাদের বিশেষ দল সেটা তদন্ত করে দেখছে। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। বিশেষ দল কিছু সূত্র পেয়েছে। ঘটনার তদন্ত চলছে।”
তবে স্থানীয়দের অভিযোগ, নিরাপত্তার গাফিলতির কারণেই এই ঘটনা ঘটেছে। পুলিশের উচিত এটি সঠিকভাবে তদন্ত করে কঠিন ব্যবস্থা নেওয়া।
–
–
–
–
–
–