Thursday, August 21, 2025

পুরীর মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি! লেখা মন্দিরের দেওয়ালেই

Date:

পুরীর জগন্নাথ মন্দিরের (Puri Jagannath Temple) দেওয়ালে হুমকি বার্তা। বুধবার সকালে ঘটনাটি সামনে আসে। জগন্নাথ মন্দিরের দক্ষিণদিকের পরিক্রমার পথ বুধি মা মন্দিরের দুটি দেওয়ালে এই হুমকি বার্তা লেখা দেখতে পাওয়া গিয়েছে। একটিতে লেখা আছে, মন্দিরটি (Puri Jagannath Temple) উড়িয়ে দেবে জঙ্গিরা। আরেকটি হুমকিবার্তায় কয়েকটি ফোন নম্বর দিয়ে তাতে কল করতে বলা হয়েছে ৷ না হলে বড় ধরনের মূল্য চোকাতে হবে বলে হুমকি দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুরীর পুলিশ

ছবিতে দেখা যাচ্ছে ইংরেজি ও ওড়িশা ভাষায় হুমকির বার্তা লেখা হয়েছে। সঙ্গে একাধিক ফোন নম্বর দেওয়া রয়েছে। কল না করলেও মূল্য চোকাতে হবে বলে হুমকি দেওয়া হয়েছে। পুরীর মন্দিরের অনেক সিসি ক্যামেরা লাগানো আছে। তদন্তে নেমে সেই সিসিটিভি ফুটেজ দেখে সন্দেহভাজনদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।

পুরীর পুলিশ সুপার পিনাক মিশ্র বলেন, “সকালে আমরা খবর পেয়েছি যে বুধি মা মন্দিরের দেওয়ালে কিছু লেখা আছে। মন্দিরের দেওয়ালে কিছু আপত্তিকর কথা লেখা হয়েছে। আমাদের কাছে মন্দিরের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। লেখাটি কখন লেখা হয়েছিল, কে লিখেছে, দেওয়ালে কার ফোন নম্বর লেখা আছে আমাদের বিশেষ দল সেটা তদন্ত করে দেখছে। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। বিশেষ দল কিছু সূত্র পেয়েছে। ঘটনার তদন্ত চলছে।”

তবে স্থানীয়দের অভিযোগ, নিরাপত্তার গাফিলতির কারণেই এই ঘটনা ঘটেছে। পুলিশের উচিত এটি সঠিকভাবে তদন্ত করে কঠিন ব্যবস্থা নেওয়া।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version