Sunday, November 2, 2025

চলে গেলেন প্রাক্তন হকি অলিম্পিয়ান ভেস পেজ, পিতৃহারা লিয়েন্ডার

Date:

শারীরিক অসুস্থতার সঙ্গে আর লড়াই করা গেল না। হার মেনে চির বিদায় নিলেন টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander Paes) বাবা প্রাক্তন হকি অলিম্পিয়ান ভেস পেজ (Vece Paes)। মৃত্যুকালে পাশে ছিল ছেলে। বুধবার থেকে  ভেসের শারীরিক অবস্থার অবনতির হচ্ছে বুঝতে পেরে তাঁকে হাসপাতালে নিয়ে ভর্তির কথা জানান চিকিৎসকেরা। তবে শেষরক্ষা হল না বৃহস্পতিবার ভোর তিনটে নাগাদ চিরঘুমের দেশে চলে গেলেন ভেস। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর।

দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন প্রাক্তন হকি তারকা। বর্ষীয়ান ভেসের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল বাড়িতেই। পাঁচ দশক আগে হকিতে ব্রোঞ্জ পদকজয়ী অলিম্পিয়ানের লড়াইটা অনুপ্রেরণা দেওয়ার মতোই। লিয়েন্ডারকে টেনিস তারকা হিসেবে গড়ে তুলতে অনেক বাধা-বিপত্তি সম্মুখীন হয়েছিলেন তাঁর বাবা। কিন্তু হার মানেন নি।

১৯৪৫-এ গোয়ায় জন্ম হয় ভেসের। ছোটবেলা থেকে পড়াশনা আর খেলাধুলার প্রতি সমান ভালবাসা ছিল। কলকাতায় মেডিসিন নিয়ে লেখাপড়া করেছেন তিনি। ভারতের হকি দলে মিডফিল্ডার হিসাবে খেলেছেন। ১৯৭১ সালে বার্সেলোনায় হকি বিশ্বকাপেও দেশের হয়ে ব্রোঞ্জ জেতেন। তার পরের বছর মিউনিখ অলিম্পিক্সে ব্রোঞ্জ পদকজয়ী ভারতীয় দলের সদস‍্য ছিলেন লিয়েন্ডারের বাবা। পাশাপাশি স্পোর্টস মেডিসিন নিয়ে তাঁর কাজ বিশ্বজুড়ে প্রশংসা পেয়েছে।১৯৯৬ থেকে ২০০২ পর্যন্ত ভারতের রাগবি ইউনিয়নের সভাপতিও ছিলেন ভেস। লিয়েন্ডার নিজের টেনিসজীবনের বারবার বাবার অবদানের কথা উল্লেখ করেছেন। টেনিস তারকার পরিবার সূত্রে জানা গেছে বুধবার রাতেই ভেসের সব অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয়। অবশেষে এদিন ভোররাত তিনটে নাগাদ তাঁর মৃত্যুর খবর আসে। শোকের ছায়া ক্রীড়া মহলে।

 

Related articles

সাহস থাকলে কোর্টে চলুন, ‘গদ্দার’ শুভেন্দুকে কড়া চ্যালেঞ্জ পার্থর

কথায়-কথায় কোর্টে গিয়ে মামলা করা বিরোধী দলনেতা গদ্দার অধিকারীকে পানিহাটির প্রদীপ কর (Pradip Kar) ইস্যুতে কড়া চ্যালেঞ্জ জানালেন...

হ্যালো মিস্টার খান, আজ থেকে আপনি সিনিয়র সিটিজেন!

দিল্লি থেকে মুম্বই আসার জন্য ট্রেনের টিকিট কাটতে পারেননি তিনি, আজ সেই মানুষটাকে দেখতে কয়েকশো কোটি টাকার টিকিট...

বিহারে লালু-ঘনিষ্ঠ নেতার মৃত্যুতে গ্রেফতার জেডিইউ প্রার্থী

ভোটের প্রচারে সরবরাহ বিহার (Bihar Assembly Election)। শাসকবিরোধী সব রাজনৈতিক দলই রাস্তায় নেমে নিজের ও দলের কাজকর্মের কথা...

লন্ডনগামী ট্রেনে আততায়ীর হামলা! ছুরির এলোপাথাড়ি কোপে রক্তাক্ত অন্তত ১০

ভয়াবহ কাণ্ড লন্ডনগামী ট্রেনে। দুই আততায়ীর বিরুদ্ধে হঠাৎ করেই ট্রেনের ভিতরে যাত্রীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। তাদের...
Exit mobile version