Saturday, August 23, 2025

নীতেশ তিওয়ারির (Nitesh Tiwari) ‘রামায়ণ’ এখন চর্চার শিরোনামে। সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করছেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকদের মধ্যে তৈরী হয়েছে আলাদাই উন্মাদনা। কিন্তু ঠিক তখনই ‘রামায়ণ’ ও ঋষি পুত্রকে নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন মুকেশ খান্না। নয়ের দশকের ‘শক্তিমান’ অভিনেতা আজীবন অকপট কথা বলতে পছন্দ করেন। রাজনীতির মঞ্চ হোক অথবা সিনেমার জগত, সাফ কথায় বিশ্বাসী তিনি। এক সময় দাপটের সঙ্গে অভিনয় করেছেন। এবার ‘রামায়ণ’ সিনেমা নিয়ে মন্তব্য করলেন তিনি।

First Review: প্রচারই সার! কীসের গল্প বলতে চাইল ধূমকেতু!

প্রায় হাজার কোটি টাকা বাজেটের ‘রামায়ণ’ ছবির প্রথম ঝলক সামনে আসতেই রীতিমত ক্ষুব্ধ মুকেশ খান্না। পর্দায় রণবীরকে তীর ধনুক চালাতে দেখে তিনি বলেন, রাম যোদ্ধা ছিলেন না। না গাছে উঠতে পারতেন না তীর ধনুক চালাতে পারতেন। এটা কৃষ্ণ বা অর্জুন করতে পারতেন কিন্তু রাম একেবারেই নয়। মুকেশ খান্না আরও লিখেছেন, রাম যদি যোদ্ধা হতেন তাহলে বানরের থেকে সাহায্য চাইতে হত না। একাই রাবণকে হারাতে পারতেন। কাউকে প্রয়োজন হতো না। রাম ধৈর্যশীল এবং তপস্বী চরিত্রের ব্যক্তি ব্যক্তি ছিলেন যিনি কোন রকম সন্দেহ বা প্রশ্ন না করে পিতৃ আজ্ঞা পালন করতে ১৪ বছর বনবাস কাটিয়ে এসেছিলেন।

এরপরেই রণবীরের চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে মুকেশ বলেন, রণবীর ভাল অভিনেতা হলেও রণবীর এখানে ‘অ্যানিম্যাল’ ছবির সেই বীভৎস দৃশ্যের কথা মনে করাচ্ছে। দর্শক যদি রামকে শুধুমাত্র অ্যাকশন হিরো হিসেবে পর্দায় দেখেন তাহলে আসল রামের মহিমা হারিয়ে যাবে। নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ ২০২৬ সালে দীপাবলিতে মুক্তি পেতে চলেছে। দ্বিতীয়ভাগ মুক্তি পাবে ২০২৭ সালে। ‘রামায়ণ’ ছবিতে রামের চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপুর, সীতা হবেন সাই পল্লবী, লক্ষণ চরিত্রে অভিনয় করবেন রবি দুবে। এছাড়া কৌশল্যা চরিত্রে লারা দত্ত এবং হনুমান চরিত্রে অভিনয় করছেন সানি দেওল। রাবণ এর চরিত্রে অভিনয় করছেন দক্ষিণী অভিনেতা যশ। রাবণের স্ত্রীর চরিত্রে আছেন কাজল আগরওয়াল ও শিবের চরিত্রে অভিনয় করবেন মোহিত রায়না। সবমিলিয়ে ‘রামায়ণ’ যে এখন সিনে গসিপের শীর্ষে সেই নিয়ে সন্দেহের অবকাশ নেই।

 

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version