Wednesday, August 20, 2025

সিঙ্গুরের নার্সের ময়নাতদন্ত ঘিরে ধুন্ধুমার, দেহ হাইজ্যাকের চেষ্টা বিজেপি-সিপিএমের

Date:

সিঙ্গুরের নার্সিংহোমের নার্সের রহস্যমৃত্যু নিয়ে সেন্ট্রাল অ্যাভিনিউতে কলকাতা মেডিক্যাল কলেজের সামনে ধুন্ধুমার। মৃত্যু নিয়ে রাজনীতি করতে নেমে পড়েছে বিজেপি-সিপিএম (BJP-CPIM)। দেহ হাইজ্যাক করতে দুদলের কর্মী-সমর্থকদের মধ্যে তুমুল গোলমাল। কার দখলে থাকবে দেহ- তা নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন। ঘটনাস্থলেই গাড়ির মধ্যে কিংকর্তব্যবিমূঢ় হয়ে বসে রয়েছেন মৃতার পরিবারের সদস্যরা। এদিকে নার্স দীপালি জানার মৃত্যুতে তাঁর প্রেমিক ও হাসপাতালের মালিককে গ্রেফতার করেছে পুলিশ (Police)।

ঘোলা জলে মাছ ধরতে মৃত্যু নিয়ে রাজনীতি করার অভিযোগ রাম-বামের (BJP-CPIM) বিরুদ্ধে বারবার তুলেছে রাজ্যের শাসকদল। মৃতদেহ দখল করার চেষ্টা সাম্প্রতিক অতীতে অভয়ার বেলাতেও করেছিল তারা। এবার হুগলির নার্স দীপালি জানা। সিঙ্গুরের (Singur) নার্সিংহোমে তাঁর অস্বাভাবিক মৃত্যু হয়। এরপরে দেহ নিয়ে যাওয়া হয় শ্রীরামপুরের ওয়ালশ হাসপাতাল কিন্তু সেখানে ময়নাতদন্ত না করে দেহ কলকাতার মেডিক্যাল কলেজে রেফার করে দেওয়া হয়। দেহ সেখানে পৌঁছতেই বিজেপি ও সিপিএম সমর্থকরা উপস্থিত হন। দু পক্ষের মধ্যে মৃতদেহ দখল নিয়ে ন্যাক্কারজনক ধস্তাধস্তি শুরু হয়। দুপক্ষকেই সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ।

মৃতার বাবার অভিযোগ, বুধবার রাত ১১টা নাগাদ নার্সিংহোম থেকে ফোন করে আসতে বলা হয়। কারণ জানতে চাইলে বলা হয়, দীপালি গলায় দড়ি দিয়েছেন। খবর পেয়েই তাঁরা নার্সিহোমে পৌঁছোন। কিন্তু সেখানে মেয়েকে দেখতে পাননি। বলা হয় পুলিশ দেহ নিয়ে গিয়েছে। আত্মহত্যার কথা বললেও দীপালিকে খুন করা হয়েছে বলে অভিযোগ তাঁর পরিবারের। ঘটনার তদন্তে নেমে নার্সিংহোমের মালিক এবং মৃতার প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ।

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version