ভারতে আসবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)! শুক্রবার কুয়ালালামপুরে হয়েগেল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর গ্রুপ বিন্যাস। সেখানেই গ্রুপ ডি-তে রোনাল্ডোর আল নাসেরের সঙ্গে রয়েছে এফসি গোয়া (FC Goa)। আর তাতেই ভারতের মাটিতে প্রথমবার সিআর সেভেনের (Cristoano Ronaldo) আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। চ্যাম্পিয়ন্স লিগ হোম এবং অ্যাওয়ে ম্যাচ নিয়মে হয়। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষাতে রয়েছে সকলে। গোয়া ছাড়াও আসন্ন এএফসিতে (AFC) রয়েছে ভারতের আরেকটা ক্লাব মোহনবাগান সুপারজায়ান্টও।
শুক্রবার সকাল থেকেই সকলের নজর রয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের গ্রুপ বিন্যাসের দিকে। সেখানেই এফসি গোয়ার সঙ্গে এক গ্রুপে রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আল নাসের। অর্থাত্ সৌদির মাঠে যে ভারতীয় দল এবার রোনাল্ডোর মুখোমুখি হবে তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে সিআর সেভেনের (CR7) ভারতে আসার সম্ভাবনাও দেখা দিয়েছে। এমনটা হলে এই প্রথমবার ভারতের মাটিতে পা রাখবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
তবে শোনা যাচ্ছে যে আল নাসেরের সঙ্গে নাকি রোনাল্ডোর (Cristiano Ronaldo) চুক্তিতে একটা যুক্তি রয়েছে। সেখানে নাকি বলা রয়েছে অ্যাওয়ে ম্যাচের ক্ষেত্রে রোনাল্ডো নিজের নাম সরিয়ে নিতে পারেন। যদিও সরকারীভাবে এমন কোনও কথা এখনও পর্যন্ত রোনাল্ডো কিংবা ক্লাবের তরফে জানানো হয়নি। এফসি গোয়ার সঙ্গে গ্রুপ ডি তে রয়েছে আল নাসের।
–
–
–
–
–
–
–
–