Wednesday, August 20, 2025

আবারও বুলা চৌধুরীর (Bula Choudhary) বাড়িতে চুরি। খোয়া গেল পদ্মশ্রী পুরস্কারও। বাংলার এই তারকা সাঁতারুর ঝুলিতে রয়েছে অর্জুণ পুরস্কার, পদ্মশ্রী পুরস্কার। কিন্তু সেই বুলা চৌধুরীর বাড়িতেই ফের একবার চুরি। পদ্মশ্রী (Padmashree) সহ আরও বহু পুরস্কার চুরি হয়েছে বলেই জানানো হয়েছে। বুলা চৌধুরীর (Bula Choudhary) হিন্দমোটরের বাড়িতেই ঘটেছে এই ঘটনা। ইতিমধ্যেই তদন্তে নেমে পড়েছে উত্তরপাড়া থানার পুলিশ।

বহুদিন ধরেই হিন্দমোটরের বাড়িতে থাকেন না বুলা চৌধুরী (Padmadhree)। মাঝেমধ্যে সেখানে যান তিনি। কলকাতাতেই আপাতত থাকেনব বুলা চৌধুরী। সেই সুযোগ কাজে লাগিয়েই চুরি বলে বোঝা যাচ্ছে। বাড়ির পিছনের দড়জা ভেঙেই বুলা চৌধুরীর বাড়িতে প্রবেশ করেছিল চোর। সকাল বেলা তাদের ঘর গুছোতে গিয়েই দেখে এমন অবস্থা।

খবর পেয়েই হিন্দমোটরে পৌঁছেছেন বুলা চৌধুরী। থানাতেও অভিযোগ দায়ের করেছেন তারা। বহু পুরস্কার চুরি হয়েছে বলে জানানো হয়েছে। সেই পুরস্কারগুলোর মধ্যে রয়েছে বুলা চৌধুরীর পদ্মশ্রী পুরস্কারও। একশোরও বেশি আন্তর্জাতিক পুরস্কার চুরি হয়েছে। ছাড় পায়নি তাঁর পদ্মশ্রী পুরস্কারটাও।

বুলা চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “আমার সমস্ত ট্রফি চুরি হয়ে গিয়েছে। সাফ গেম সহ সব মিলিয়ে ১২০টির ওপর ট্রফি ছিল। সব নিয়ে গেছে। এমনকি আমার পদ্মশ্রীটাও ছাড় পায়নি। সেটাও আর খুঁজে পাচ্ছি না। গোটা ঘর অগোছালো করে রেখেছে”।

এর আগেও ২০১৪ সালে চুরি হয়েছিল বুলা চৌধুরীর এই বাড়িতে। সেবার সোনার গয়না সহ টাকা চুরি হয়েছিল। এবার তাঁর সমস্ত পুরস্কারও উধাও। এমন ঘটনায় হতবাক বুলা চৌধুরী। শুধুমাত্র তাই নয়, পদ্মশ্রী চুরি হওয়ার ঘটনায় হতাশ বুলা চৌধুরী। এই পুরস্কার গুলো তাঁর কাছে সবকিছুর চেয়েই প্রিয়। এবার সেগুলোও হারাল বুলা।

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version