Saturday, November 8, 2025

আবারও বুলা চৌধুরীর (Bula Choudhary) বাড়িতে চুরি। খোয়া গেল পদ্মশ্রী পুরস্কারও। বাংলার এই তারকা সাঁতারুর ঝুলিতে রয়েছে অর্জুণ পুরস্কার, পদ্মশ্রী পুরস্কার। কিন্তু সেই বুলা চৌধুরীর বাড়িতেই ফের একবার চুরি। পদ্মশ্রী (Padmashree) সহ আরও বহু পুরস্কার চুরি হয়েছে বলেই জানানো হয়েছে। বুলা চৌধুরীর (Bula Choudhary) হিন্দমোটরের বাড়িতেই ঘটেছে এই ঘটনা। ইতিমধ্যেই তদন্তে নেমে পড়েছে উত্তরপাড়া থানার পুলিশ।

বহুদিন ধরেই হিন্দমোটরের বাড়িতে থাকেন না বুলা চৌধুরী (Padmadhree)। মাঝেমধ্যে সেখানে যান তিনি। কলকাতাতেই আপাতত থাকেনব বুলা চৌধুরী। সেই সুযোগ কাজে লাগিয়েই চুরি বলে বোঝা যাচ্ছে। বাড়ির পিছনের দড়জা ভেঙেই বুলা চৌধুরীর বাড়িতে প্রবেশ করেছিল চোর। সকাল বেলা তাদের ঘর গুছোতে গিয়েই দেখে এমন অবস্থা।

খবর পেয়েই হিন্দমোটরে পৌঁছেছেন বুলা চৌধুরী। থানাতেও অভিযোগ দায়ের করেছেন তারা। বহু পুরস্কার চুরি হয়েছে বলে জানানো হয়েছে। সেই পুরস্কারগুলোর মধ্যে রয়েছে বুলা চৌধুরীর পদ্মশ্রী পুরস্কারও। একশোরও বেশি আন্তর্জাতিক পুরস্কার চুরি হয়েছে। ছাড় পায়নি তাঁর পদ্মশ্রী পুরস্কারটাও।

বুলা চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “আমার সমস্ত ট্রফি চুরি হয়ে গিয়েছে। সাফ গেম সহ সব মিলিয়ে ১২০টির ওপর ট্রফি ছিল। সব নিয়ে গেছে। এমনকি আমার পদ্মশ্রীটাও ছাড় পায়নি। সেটাও আর খুঁজে পাচ্ছি না। গোটা ঘর অগোছালো করে রেখেছে”।

এর আগেও ২০১৪ সালে চুরি হয়েছিল বুলা চৌধুরীর এই বাড়িতে। সেবার সোনার গয়না সহ টাকা চুরি হয়েছিল। এবার তাঁর সমস্ত পুরস্কারও উধাও। এমন ঘটনায় হতবাক বুলা চৌধুরী। শুধুমাত্র তাই নয়, পদ্মশ্রী চুরি হওয়ার ঘটনায় হতাশ বুলা চৌধুরী। এই পুরস্কার গুলো তাঁর কাছে সবকিছুর চেয়েই প্রিয়। এবার সেগুলোও হারাল বুলা।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version