Wednesday, August 20, 2025

ট্রেলার লঞ্চ বন্ধ করার ‘নাটক’ বিবেকের, প্রচারে থাকতে লম্ফঝম্প কটাক্ষ দেবাংশুর 

Date:

Share post:

‘দ্য বেঙ্গল ফাইলস’-এর (The Benga Files) ট্রেলার লঞ্চ ঘিরে কলকাতার পাঁচতারা হোটেলে পরিকল্পিত ‘নাটক’ করলেন পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী (Vivek Ranjan Agnihotri)। শুক্রবার থেকেই গল্প তৈরি করে দেখেছিলেন। শহরের বিভিন্ন সংবাদ মাধ্যমে বারবার ‘ট্রেলার বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে’ বলে মিথ্যাচার করে গেছেন। এরপর শনিবার ছবিটি ঝলক প্রদর্শন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই তা বন্ধ করা হয়। সূত্রের খবর কলকাতা পুরসভার (KMC) অনুমতি না নিয়ে অনুষ্ঠান করা হচ্ছিল। এরপরই রীতিমতো লম্ফঝম্প শুরু করে দেন বিজেপি ঘনিষ্ঠ পরিচালক। নাম না করে রাজ্য সরকার-প্রশাসনকে আক্রমণ করতে থাকেন। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। আইটি সেল এর ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya) বলেন, ওনার এই ছবি নিয়ে বাংলার মানুষের কোনও আগ্রহ নেই। তাই প্রচার পেতে আর ফুটেজ খেতে এইসব নাটক করা হচ্ছে।

এদিন শহরে ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর ঝলক সকলের সামনে তুলে ধরার জন্য বিলাসবহুল হোটেলে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরু থেকেই পরিচালকের তরফে রাজ্য সরকারবিরোধী আচরণ চোখে পড়ে। এরপর ট্রেলার দেখানো শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে সেটা বন্ধ হয়ে যায়। হোটেল কর্তৃপক্ষ সরাসরি কিছু না বললেও জানা যায় পুরসভার অনুমতি সংক্রান্ত সমস্যার কারণেই এই সিদ্ধান্ত। পাশাপাশি হোটেলের সাংবাদিক বৈঠক হওয়ার কথা ছিল কিন্তু ট্রেলার লঞ্চের পারমিশন নেওয়া ছিল না বলেও জানা গেছে। কিন্তু পরিচালক অবশ্য সেসব যুক্তি মানতে নারাজ। তিনি ততক্ষণে তাঁর ‘নাটক’ শুরু করে দিয়েছেন। মিডিয়ার বুমের সামনে গলা তুলে অভিযোগ করেন, ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক শক্তি প্রভাব খাটিয়ে নাকি এই ঘটনা ঘটানো হয়েছে। সত্যজিৎ রায়ের জন্মভূমিতে পরিচালকের স্বাধীনতায় হস্তক্ষেপ বলেও সুর চড়ান তিনি। কিছু সময়ের মধ্যেই সেখানে পৌঁছে যান প্রতিদিন সন্ধ্যায় টেলিভিশনে মুখ দেখানো এক বিজেপি নেতা। উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলা বিরোধী রাজনীতির চিত্রনাট্যটা পরিষ্কার হয়ে যায় সবার সামনে। এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের তরফে দেবাংশু ভট্টাচার্য বলেন, সরকারি চাপ দিয়ে প্রদর্শন বন্ধ করা হয়েছে তার প্রমাণ কি? সত্যজিৎ রায়ের বাংলায় এইসব ছবিকে কেউ পাত্তা দেয় না। তাই মিডিয়ার প্রচার পেতে বিবেক এভাবে লম্ফঝম্ফ করছেন। ওনার কাজ হল, প্রতি রাজ্যে ভোটের আগে গিয়ে সেখানকার কোনও একটা বিষয় নিয়ে মিথ্যাচার করে সিনেমা বানানো। এইসব ছবির প্রদর্শন বন্ধ বা চালু করার নিয়ে তৃণমূলের কোনও মাথাব্যথা নেই।এইসব করে ফুটেজ খাওয়ার চেষ্টা চলছে। এতে কোনও লাভ হবে না।

‘দ্য বেঙ্গল ফাইলস’ (The Bengal Files) নিয়ে লাগাতার মিথ্যাচার করে চলেছেন পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রীর (Vivek Agnihotri)। এর আগে মাল্টিপ্লেক্সে ছবির প্রদর্শন আটকানো হয়েছে বলে অভিযোগ করেছিলেন। তিনি বলেছিলেন, এই সিনেমা মুক্তি পেলে নাকি বাংলার সরকার নড়ে যাবে। পাল্টা জবাব দিয়ে তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু জানান, ‘কোন হল যদি এসব ফালতু কনটেন্ট হলে দেখিয়ে তার মান নীচে নামাতে না চান সেটা তাদের ব্যাপার। ওই সিনেমা হলকে তৃণমূলের কেউ কিছু বলেছে, সেটা উনি প্রমাণ করুন।’ এখানেই শেষ নয় পাশাপাশি তৃণমূল নেতা বলেন ‘উনি কাশ্মীর নির্বাচনের আগে কাশ্মীর ফাইলস বানিয়ে ছিলেন, কাশ্মীরে বিজেপি হেরে গেছে। কর্নাটকে নির্বাচনের আগে কেরালা ফাইলস বানিয়েছিলেন সেখানেও বিজেপি পর্যুদস্ত। এবার বাংলায় নির্বাচনের আগে মিথ্যা তথ্য আর বিভ্রান্তি দিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে চরিতার্থ করতে ‘দ্য বেঙ্গল ফাইলস’ বানিয়েছেন। যিনি নিজে রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে সিনেমা বানান তৃণমূল কংগ্রেস তাঁকে পাত্তা দেয় না।’

 

spot_img

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...