বিয়েবাড়ির ভিডিও শুটের মতো ভিডিওর সঙ্গে এআই, গ্রাফিক্স প্রযুক্তি। তাতে ভরা বাংলার কুৎসা। যা দেখলেই বিভেদের বিষ ছড়াবে। সেই ‘চলচ্চিত্রের’ প্রচারে বাংলায় এসে আবার সত্যজিৎ রায়কে (Satyajit Ray) শরণ বিজেপির বিবেক পরিচালক অগ্নিহোত্রীর। সেই সত্যজিৎ রায়ের রাজ্যে এসেই বাংলাকে কলুসিত করার বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri) প্রয়াসকে কড়া নিন্দা রাজ্যের শাসকদলের। যেখানে বাংলার উন্নয়ন গোটা দেশের মডেল সেখানে যে রাজনৈতিক উদ্দেশ্যমূলক প্রচার চালাতে চাইছেন পরিচালক বিবেক, তাতে তাঁকে বাংলা থেকে বের করে দেওয়ার পক্ষে সওয়াল তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। যদিও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) গণতন্ত্রে বিশ্বাসী রাজ্য বলেই তিনি এখানে ছবির প্রচার চালাতে পারছেন, স্মরণ করিয়ে দেন কুণাল।

বাংলায় একের পর এক জায়গায় বাধা পাচ্ছে দ্য বেঙ্গল ফাইলস-এর (The Bengal Files) ট্রেলার লঞ্চ। তাতেই ক্ষেপে লাল পরিচালক বিবেক অগ্নিহোত্রী। বাস্তবে তিনি যে ছবি তৈরি করেছেন তার পরতে পরতে বাংলার প্রতি কুৎসা। সেখানেই তৃণমূল প্রাক্তন রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষের দাবি, যে বাংলা গোটা দেশের কাছে উন্নয়নে মডেল, সেই বাংলার কোনও উন্নয়নের ছবি তুলে ধরা হয়নি। সেই রাজ্যে বিভেদমূলক বিষ ছড়াতে এসেছেন ওনার পচা ভিডিও নিয়ে।

কলকাতায় প্রচার চালানোর সময়ে বাধা পেয়ে শেষে সত্যজিৎ রায় শরণ বিবেক অগ্নিহোত্রীর। হতাশ হয়ে তিনি জানান, ট্রেলার লঞ্চে সত্যজিৎ রায়ের রাজ্যে এভাবে বাধা পেলেন তিনি। সিনেমা আদৌ এই রাজ্যে চলা নিয়েই প্রশ্ন। সেখানেই বিবেকের সত্যজিৎ-শরণ নিয়ে তীব্র আক্রমণ কুণালের। তিনি স্পষ্ট করে দেন, উনি ভিকটিম কার্ড খেলার চেষ্টা করছেন। রাজনৈতিক বিষ ছড়াতে এসেছেন। সত্যজিৎ রায়ের (Satyajit Ray) নাম বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri) মুখে মানায় না। সত্যজিৎ রায়ের রাজ্যে এসে উনি বাংলাকে কলুসিত করছেন। সত্যজিৎ রায়ের বাংলাকে আপনি অপমান করছেন। সত্যজিৎ রায়ও আপনাকে সমর্থন করতেন না।

আরও পড়ুন: ট্রেলার লঞ্চ বন্ধ করার ‘নাটক’ বিবেকের, প্রচারে থাকতে লম্ফঝম্প কটাক্ষ দেবাংশুর

বিবেক অগ্নিহোত্রীর রাজনৈতিক উদ্দেশ্য স্পষ্ট করে দিয়ে কুণাল ঘোষ দাবি করেন, এই বিবেক বিবেকহীন বিবেক। ওনার নামটা বিজেপির কাছে বন্ধক রয়ে গিয়েছে। ওনাকে রাজনৈতিক অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। বিজেপি তাঁকে যেখানে যেখানে নামায় সেখানে বিষ ছড়িয়ে আসেন। বিজেপি যে রাজ্যগুলোকে নিজেদের চোখ গিয়ে বিভ্রান্তিকরভাবে দেখাতে চাইছে উনি শুধু সেগুলোতে আসছেন কেন। তাহলে গুজরাট ফাইলস বানাননি কেন। ওটা তো বিষয়বস্তু হিসাবে অনেক বড়। ইউ ফাইলস বানাননি কেন। এমপি ফাইলস বানাননি কেন। মনিপুর ফাইলস বানানি কেন। সেখানে মুখ্যমন্ত্রীর বাড়িতে বাঙ্কার বানাতে হচ্ছে। পরিস্থিতি এতটা ভয়ঙ্কর।

–

–

–

–

–
