Friday, November 7, 2025

ইউটিউবার জ্যোতির বিরুদ্ধে আড়াই হাজার পাতার চার্জশিট পুলিশের

Date:

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির প্রমাণ মিলেছে। এবার ইউটিউবার জ্যোতি মালহোত্রার (Jyoti Malhotra) বিরুদ্ধে আড়াই হাজার পাতার চার্জশিট জমা দিল হরিয়ানা পুলিশ (Haryana Police)। পহেলগাম হামলা (Pahalgam terrorist Attack) এবং তার জবাবে ভারতের অপারেশন সিন্দুর অভিযানের পর গুপ্তচরবৃত্তির অভিযোগে পাকিস্তান হাই-কমিশনের আধিকারিক দানিশকে দেশ ছাড়ার নির্দেশ দেয় নয়া দিল্লি। পুলিশি তদন্তে উঠে এসেছে, তাঁর সঙ্গেই দেশের নানা তথ্য শেয়ার করেছিলেন জ্যোতি। এমনকি ইউটিউবারের আইএসআই যোগের প্রমাণও চার্জশিটে উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে।

চলতি বছরের মে মাসে হরিয়ানার হিসার থেকে জ্যোতিকে গ্রেফতার করে পুলিশ। ‘ট্রাভেল উইথ জো’ নামে একটি ইউটিউব চ্যানেল চালানোর নামে ভারতের গুরুত্বপূর্ণ এলাকার তথ্য পাকিস্তানের হাতে তুলে দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। একাধিকবার পাক ভুলে গিয়ে সেখানকার নেতাদের সঙ্গে আলাপচারিতা ও ছবি তুলতে দেখা গেছে জ্যোতিকে। এমনকি ইসলামাবাদের জঙ্গি নেতাদের সঙ্গেও অভিযুক্তের যোগাযোগ রয়েছে বলে সন্দেহ করা হয়। এপ্রিল মাসে পাকিস্তান সফরে যাওয়ার পর গত জুন মাসে চিন ও নেপালে যান জ্যোতি। তদন্তে নেমে সব তথ্য নথি খতিয়ে দেখে জ্যোতির গুপ্তচরবৃত্তির প্রমাণ মিলেছে বলেই জানিয়েছে পুলিশ। সেনা অভিযানের গোপন তথ্য সরাসরি তাঁর কাছে ছিল না সেদিকটাও খতিয়ে দেখা হচ্ছে।চার্জশিটে দাবি করা হয়েছে, কার্তারপুর করিডরের মাধ্যমে পাকিস্তানে গিয়ে সে দেশের মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এই ইউটিউবার। অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ কী হয় এখন সেটাই দেখার।

 

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version