Wednesday, November 5, 2025
উৎপল সিনহা

সুধা : অমল ।
রাজকবিরাজ : ও ঘুমিয়ে পড়েছে ।
সুধা: আমি যে ওর জন্য ফুল এনেছি — ওর হাতে কি দিতে পারবো না ?
রাজকবিরাজ : আচ্ছা , দাও তোমার ফুল ।
সুধা : ও কখন জাগবে ?
রাজকবিরাজ : এখনই , যখন রাজা এসে ওকে ডাকবেন ।
সুধা : তখন তোমরা ওকে একটি কথা কানে কানে বলে দেবে ?
রাজকবিরাজ : কী বলবো ?
সুধা : বোলো যে , ‘ সুধা তোমাকে ভোলে নি ‘ ।

মৃত্যুময় ‘ ডাকঘর ‘ – এ সুধার উজ্জ্বল উপস্থিতিই যা একটু প্রাণ আনে , আরো আরও প্রাণ তো দিতে পারে না সে , ছোট্ট মেয়ে তার সবটুকু প্রাণ উজাড় করে দিয়ে আশ্বস্ত করে অসুস্থ ঘরবন্দী অমলকে। এটুকুই তো ভরসা।
সুধাসঙ্গ , সঙ্গসুধা ।

ছোটবেলায় ডাক্তারের কঠোর নির্দেশে গৃহবন্দী অমলের সঙ্গে পাঁচমুড়ো পাহাড়ের গায়ে শামলি নদীর ধারের এক গ্রাম থেকে আসা দইওয়ালার বার্তালাপ শুনে খুব মনখারাপ হতো । আজ প্রৌঢ়ত্বের দরজায় দাঁড়িয়েও সেই আশ্চর্য মনখারাপ এক ফোঁটাও কমে না । শৈশবে মনে হতো অমলের নিশ্চয়ই কোনো কঠিন অসুখ হয়েছে ।

একমাত্র রাজার আদেশ ছাড়া সে অসুখ সারবে না । রাজা স্বয়ং যেদিন আসবেন অমলের কাছে , সেদিন বন্দীদশা ঘুচবে তার । বড়ো হয়ে বুঝতে পারা যায় সেই আকাঙ্খিত ‘ রাজাটি ‘ কে !

অতি অল্প পরমায়ু নিয়ে সংসারে আসা ছোট্ট বালকটির বড়ো বেশি ভরসা বালিকা সুধার উপর । সুধারও নিশ্চয় ভালো লাগে অমলকে।

বনের পাখিরা এসে বারবার ডাকে খাঁচার পাখি অমলকে। সে ডাক শুনে ভেতরে ভেতরে ছটফট করে অমল । কিন্তু সে নিরুপায় । কবিরাজের কঠোর বিধান ।

সুধা : আচ্ছা বেশ । তুমি দুষ্টুমি কোরো না , লক্ষ্মী ছেলে হয়ে এইখানে স্থির হয়ে বসে থাকো , আমি ফুল তুলে ফেরবার পথে তোমার সঙ্গে গল্প করে যাবো ।

অমল : আর আমাকে একটি ফুল দিয়ে যাবে ?
সুধা : ফুল অমনি কেমন করে দেবো ? দাম দিতে হবে যে ।
অমল : আমি যখন বড়ো হবো তখন তোমাকে দাম দেবো । আমি কাজ খুঁজতে চলে যাব ওই ঝর্ণা পার হয়ে , তখন তোমাকে দাম দিয়ে যাব ।

সুধা : আচ্ছা বেশ ।
অমল : তুমি তাহলে ফুল তুলে আসবে ?
সুধা : আসব ।
অমল : আসবে ?
সুধা : আসব ।
অমল : আমাকে ভুলে যাবে না ? আমার নাম অমল , মনে থাকবে তোমার ?

সুধা : না , ভুলব না । দেখো , মনে থাকবে ।
মনে থাকা আর মনে রাখা।
এটুকুই তো বেঁচে থাকা ।

নইলে আহার , নিদ্রা আর রোগব্যাধিবেষ্টিত জীবন বড়োই একঘেয়ে । সুধা তাকে ভুলে গেলে যে মরেও শান্তি নেই অমলের । সুধারা মনে রাখার প্রতিশ্রুতি দেয় বলেই তো পরম নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে অসহায় অমলেরা । ঘুমোও অমল , ঘুমোও । সুধা তোমাকে ভুলবে না ।

আরও পড়ুন – মাছ চাষে নয়া দিশা! ই-অকশনের মাধ্যমে ৫ একরের বড় জলাভূমি লিজের সিদ্ধান্ত রাজ্যের

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version