শুল্কযুদ্ধ আর ভারতের অর্থনৈতিক অস্থিরতার মাঝেই বাড়ল টাকার দাম। সোমবার বাজার খোলার কয়েক মিনিটের মধ্যে সেনসেক্স ১১০০ পয়েন্টের কাছাকাছি পৌঁছে যায় (Stock Market Rate)। সর্বশেষ আপডেট অনুযায়ী এখনও পর্যন্ত ১০৬৩ পয়েন্ট বেড়ে সেনসেক্স পৌঁছেছে ৮১,৬৬১.৫৯-তে। পিছিয়ে নেই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জও (National Stock Exchange)। ৩৬৮ পয়েন্ট বেড়েছে নিফটির সূচক, পৌঁছেছে ২৫,০০২.৩২তে। রিপোর্ট বলছে ডলারের নিরিখে টাকার দাম ২০ পয়সা বেড়ে হয়েছে ৮৭.৩৯ টাকা। বিএসই-র মিডক্যাপ ইনডেক্স এবং স্মল ক্যাপ ইনডেক্সও উর্ধ্বমুখী বলে খবর।
রিপোর্ট বলছে, বর্তমান ১২ শতাংশ এবং ২৮ শতাংশ জিএসটি স্ল্যাব বাতিল করে বেশিরভাগ পণ্যকে ৫ ও ১৮ শতাংশ বিভাগে পুনর্বিন্যাস করা হচ্ছে। এর প্রভাব পড়েছে ভারতীয় বাজারে। এদিন অশোক লেল্যান্ড, ভোল্টাস, হুন্ডাই মোটর ইন্ডিয়া, হিরো মোটো, মারুতি সুজুকির শেয়ারে ব্যাপক প্রভাব দেখা গেছে।
–
–
–
–
–
–
–
–
–