২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিলে রিভিউ পিটিশনের আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। মামলার রায়ের পুনর্বিবেচনার আবেদন জানিয়েছিল রাজ্য সরকার (State Governor) ও স্কুল সার্ভিস কমিশন (SSC)। মঙ্গলবার সেই আবেদন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।
নিয়োগে অনিয়মের অভিযোগে এবছর এপ্রিলে ২০১৬ সালের এসএসসির নিয়োগের পুরো প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। ফলে চাকরি হারান ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক ও শিক্ষাকর্মী। এদিন শীর্ষ আদালত জানিয়, এই রায় পুনর্বিবেচনার প্রয়োজন নেই। ফলে প্রায় ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরিতে ফের বহাল হওয়ার রাস্তা প্রায় বন্ধ।
SSC-র ২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম রায়ের পুনর্বিবেচনার আর্জি জানায় রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন, চাকরিহারাদের একাংশ-সহ একাধিক পক্ষ। বিচারপতিদের চেম্বারেই চলে শুনানি। ৫ অগাস্ট সেই নিয়ে শুনানি শেষ হয়। এদিন ২ বিচারপতির বেঞ্চ জানিয়ে দিল, পুনর্বিবেচনার আর্জির আদালতে শুনানির দরকার নেই। সেই কারণে পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্টে।
–
–
–
–
–
–
–