মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার ও কলকাতা পুরসভার সহযোগিতায় অবশেষে তা বাস্তবায়িত হল।
বুধবার তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের রাজ্য প্রধান দেবাংশু ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় এই খবর জানান। তিনি লিখেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জাস্টিস রাধাবিনোদ পালের নাতি সুধীবিনোদ পালের সঙ্গে নিয়মিত যোগাযোগে ছিলাম। আজকের এই নাম পরিবর্তনের খুশির খবর সকলের সঙ্গে ভাগ করে নিলাম।
জাস্টিস রাধাবিনোদ পাল আন্তর্জাতিক ন্যায়বিচারের ইতিহাসে এক উজ্জ্বল নাম। টোকিও যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে তাঁর ঐতিহাসিক রায় আজও স্মরণীয়। তাঁর স্মৃতিকে সম্মান জানাতেই রাস্তার নতুন নামকরণ বলে জানাচ্ছেন তৃণমূল নেতৃত্ব।
আরও পড়ুন – বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!
_
_
_
_
_
_
_