বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ পূর্বাভাস মতোই স্থলভাগে প্রবেশ করতেই সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। যার প্রভাবে মঙ্গলবার থেকেই আবহাওয়ার পরিবর্তন দেখা গেছিল। বুধেও বৃষ্টি (Rain forecast today) বাড়বে কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলায়। দুপুরের পর থেকে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে, শনিবার পর্যন্ত উত্তরের ৫ জেলায় ভারী বৃষ্টি চলবে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। গোটা সপ্তাহ জুড়েই মাঝারি থেকে ভারী বর্ষণ আর ঝোড়ো হাওয়ায় তাপমাত্রা সামান্য কমতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের আগামী শুক্র ও শনিবার মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে।
–
–
–
–
–
–
–
–