বেহালার(Behala) বকুলতলায় এক বৃদ্ধার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পর্ণশ্রী থানার (Parnashree Police Station) পুলিশ। অগ্নিদগ্ধ অবস্থায় দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। জানা গিয়েছে, মৃতার নাম সর্বাণী পাল। বয়সজনিত নানারকম অসুখে ভুগছিলেন ৬৯ বছরের ওই বৃদ্ধা। বকুলতলায় একটি দোতলা বাড়িতে থাকতেন স্বামী-স্ত্রী। তাঁর এক ছেলে থাকেন আমেরিকায়। মহিলার স্বামী মৃণালকান্তিও দীর্ঘদিন ধরে অসুস্থ। পুলিশের তরফে মনে করা হচ্ছে, সন্তান কাছে না থাকায় অনেকদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন বৃদ্ধা। দেহের পাশে রাখা ছিল একটি সুইসাইড নোট। সেখানে লেখা, ‘দেখার কেউ নেই।’
সূত্রের খবর, বুধবার রাতে হঠাৎ নিজের গায়ে আগুন ধরিয়ে দেন তিনি। তাঁর স্বামী কিছু বুঝতে পারার আগেই ঘটে যায় মর্মান্তিক ওই ঘটনা। কোনওরকমে তিনি স্ত্রীকে উদ্ধার করার চেষ্টা করেন তবে তাতে লাভ হয় নি কিছুই। প্রতিবেশীদের সাহায্যে দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, সম্ভবত পুত্রের শোকেই অনেকদিন ধরেই ডিপ্রেশনে ভুগছিলেন সর্বাণী। তবে এভাবে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার নেপথ্যে অন্য কোনও কারণ আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।
–
–
–
–
–
–
–
–
–