রেকর্ডিং ফ্লোর থেকে স্টেজ, কণ্ঠের জাদুতে হিমাচলের মন জয় করার পর এবার ক্ল্যাপস্টিক হাতে চমকে দিলেন অরিজিৎ সিং (Arijit Singh)। গায়ক থেকে সোজা পরিচালক হতেই নিজের প্রথম হিন্দি ছবিতে (সম্ভবত ছবির নাম ‘ভয়’) কাস্টিং চমক মুর্শিদাবাদে ছেলের।

ইতিমধ্যেই শান্তিনিকেতনের সেট তৈরি হয়েছে, আর সেখানেই হাজির সস্ত্রীক বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui)।এখানেই শেষ নয় আছে আরও চমক। বাংলার ছেলের প্রথম হিন্দি ছবি পরিচালনায় অভিনয় করতে চলেছেন পঙ্কজ ত্রিপাঠির (Pankaj Tripathi) মত বলিষ্ঠ অভিনেতাও। নাওয়া-খাওয়া ভুলে দিনরাত কাজে ব্যস্ত অরিজিৎ।

–

–

–

–

–

–

–

–

–