Friday, December 5, 2025

নর্থইস্টের ভিডিও দেখেই নীল নক্সা সাজাচ্ছেন কিবু

Date:

Share post:

রাত পোহালেই ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালের লড়াইয়ে নামবে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। সেই ম্যাচ নিয়েই চলছে জোর জল্পনা। কঠিন প্রতিদ্বন্দ্বী নর্থইস্ট ইউনাইটেড। তাদের প্রতিটি ম্যাচের ভিডিও দেখেই নীল নক্সা সাজাচ্ছেন ডায়মন্ডহারবার এফসি কোচ কিবু ভিকুনা(Kibu Vicunha)। গতবারের চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড। সেই কারণেই কোনওরকম খামতি রাখতে নারাজ ডায়মন্ডহারবার এফসি কোচ কিবু (Kibu Vincunha)।

ইস্টবেঙ্গলকে হারানোটাই যে তাদের আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। দলের সকলেই উচ্ছ্বসিত। কিন্তু উচ্ছ্বাসে যেন কেউ গা না ভাসায় সেদিকেই বাড়তি নজর রয়েছে ডায়মন্ডহারবার কোচ কিবুর(Kibu Vincuha)। সেইভাবেই দলও সাজাচ্ছেন তিনি। জবি জাস্টিন, মেনজেসরা যে এই ম্যাচেও কিবুর প্রধান অস্ত্র তা বলার অপেক্ষা রাখে না।

ম্যাচের আগের দিন জবি জাস্টিন(Jobby Justin) জানান, “প্রথমবার ডুরান্ড কাপে নেমেছি এবং আমরা ফাইনালে পৌঁছেছি। দলের সকলেই অত্যন্ত উচ্ছসিত। নর্থইস্ট অবশ্যই কঠিন প্রতিদ্বন্দ্বী। ওদের ম্যাচের ভিডিও এনালাইসিস হচ্ছে, সেই অনুযায়ী কোচ আমাদের প্ল্যানিং সাজাচ্ছে। ফাইনাল নিয়ে আমরা আশাবাদী”।

ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জয়ের পর থেকেই নর্থইস্ট ইউনাইটেডের ম্যাচ অ্যানালিসিস শুরু হয়ে গিয়েছে। সেইসঙ্গে তাদের রক্ষণে কিছু জায়গায় বেশ দুর্বলতা রয়েছে। সেটা যে ডায়মন্ডহারবার কাজে লাগাতে মরিয়া তা বলার অপেক্ষা রাখে না।

তবে সবচেয়ে বেশি চিন্তা যে আলাদিন আজারেকে নিয়ে তা বেশ স্পষ্ট। তাঁকে আটকাতে যে বিশেষ ছক কষেছে ডায়মন্ডহারবার এফসি, তা বলাই বাহুল্য।

spot_img

Related articles

SIR-র সময় বাড়াতে চায় কমিশন: উল্টো সুর রাজ্যের CEO-র!

রাজ্যে একের পর এক বিএলও মৃত্যু ও অসুস্থতার পরে বাংলার বিএলও-রা লাগাতার আন্দোলনের পথে যেতে বাধ্য হয়েছেন। তাঁদের...

Road to London: ভারত থেকে সড়ক পথে ১৬০০০ কিলোমিটার পাড়ি

এককালে নাকি কলকাতা থেকে লন্ডন বাস চলত। তবে সেসব সোনালি অতীত পেরিয়ে জাহাজের পরে, এখন বিমানের যুগ। কিন্তু...

বাগদানের আংটি উধাও, বিয়ে বিতর্কের পর প্রথমবার সমাজ মাধ্যমে এলেন স্মৃতি

বিয়ে নিয়ে জটিলতার মধ্যেই প্রথমবার সমাজ মাধ্যমে এলেন স্মৃতি মান্ধানা(Smriti Mandhana)। গত কয়েক সপ্তাহ ধরেই চর্চায় স্মৃতি-পলাশের সম্পর্ক। ...

সুপ্রিম নির্দেশের দুদিন পরেও চুপ কেন্দ্র! ফের মামলা করার পর শুক্রে দেশে ফিরলেন সোনালি

কেন্দ্রের ঔদ্ধত্যের চরম নিদর্শনের সাক্ষী বীরভূমের সোনালি খাতুন। সুপ্রিম কোর্টের এক দিন নয়, দুদিন ধরে নির্দেশ দিয়েছে বাংলাদেশে...