নর্থইস্টের ভিডিও দেখেই নীল নক্সা সাজাচ্ছেন কিবু

Date:

Share post:

রাত পোহালেই ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালের লড়াইয়ে নামবে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। সেই ম্যাচ নিয়েই চলছে জোর জল্পনা। কঠিন প্রতিদ্বন্দ্বী নর্থইস্ট ইউনাইটেড। তাদের প্রতিটি ম্যাচের ভিডিও দেখেই নীল নক্সা সাজাচ্ছেন ডায়মন্ডহারবার এফসি কোচ কিবু ভিকুনা(Kibu Vicunha)। গতবারের চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড। সেই কারণেই কোনওরকম খামতি রাখতে নারাজ ডায়মন্ডহারবার এফসি কোচ কিবু (Kibu Vincunha)।

ইস্টবেঙ্গলকে হারানোটাই যে তাদের আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। দলের সকলেই উচ্ছ্বসিত। কিন্তু উচ্ছ্বাসে যেন কেউ গা না ভাসায় সেদিকেই বাড়তি নজর রয়েছে ডায়মন্ডহারবার কোচ কিবুর(Kibu Vincuha)। সেইভাবেই দলও সাজাচ্ছেন তিনি। জবি জাস্টিন, মেনজেসরা যে এই ম্যাচেও কিবুর প্রধান অস্ত্র তা বলার অপেক্ষা রাখে না।

ম্যাচের আগের দিন জবি জাস্টিন(Jobby Justin) জানান, “প্রথমবার ডুরান্ড কাপে নেমেছি এবং আমরা ফাইনালে পৌঁছেছি। দলের সকলেই অত্যন্ত উচ্ছসিত। নর্থইস্ট অবশ্যই কঠিন প্রতিদ্বন্দ্বী। ওদের ম্যাচের ভিডিও এনালাইসিস হচ্ছে, সেই অনুযায়ী কোচ আমাদের প্ল্যানিং সাজাচ্ছে। ফাইনাল নিয়ে আমরা আশাবাদী”।

ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জয়ের পর থেকেই নর্থইস্ট ইউনাইটেডের ম্যাচ অ্যানালিসিস শুরু হয়ে গিয়েছে। সেইসঙ্গে তাদের রক্ষণে কিছু জায়গায় বেশ দুর্বলতা রয়েছে। সেটা যে ডায়মন্ডহারবার কাজে লাগাতে মরিয়া তা বলার অপেক্ষা রাখে না।

তবে সবচেয়ে বেশি চিন্তা যে আলাদিন আজারেকে নিয়ে তা বেশ স্পষ্ট। তাঁকে আটকাতে যে বিশেষ ছক কষেছে ডায়মন্ডহারবার এফসি, তা বলাই বাহুল্য।

spot_img

Related articles

শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ওভারে জয়, ফাইনালের আগে গম্ভীরের চিন্তা বাড়ালেন বোলাররা

শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ নিতান্তই নিয়মরক্ষার। ভারত আগেই ফাইনালে চলে গিয়েছে। শ্রীলঙ্কার আবার সেই সম্ভাবনা নেই। কিন্তু রবিবার পাকিস্তানের...

লাদাখের কণ্ঠরোধে বল প্রয়োগ: সোনমকে পাঠানো হল যোধপুর জেলে, শহরে বন্ধ ইন্টারনেট

আন্দোলনের অন্যতম চালক পরিবেশকর্মী সোনম ওয়াংচুকে (Sonam Wangchuk) গ্রেফতার করলেই ক্ষোভ ছড়িয়ে পড়বে, আন্দাজ করেছিল অমিত শাহের (Amit...

শাহর বিরুদ্ধে মূর্তি ভাঙার অভিযোগকারী, তারই পুজোর উদ্বোধনে স্বরাষ্ট্রমন্ত্রী!

স্বরাষ্ট্র মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। দাবি করেছিলেন, অমিত শাহর প্ররোচনায় বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল বিজেপির গুণ্ডাবাহিনী। শুক্রবার কলকাতায়...

কলকাতা থেকে জেলায় পুজো দেখতে বেরিয়ে হয়রান! এক App-এই সমাধান রাজ্য পুলিশের

কখনও পুজোর প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে খুঁজে না পাওয়া। আবার কখনও যানজটে আটকে যাওয়া। কলকাতা শহর থেকে জেলা শহরে...