Thursday, November 13, 2025

স্বপ্নভঙ্গ নয়, মুক্তির লড়াই: জাতীয় স্তরের রেফারি হলেন গোপীবল্লভপুরের মনি খিলাড়ি

Date:

এ গল্প কোনো স্বপ্নভঙ্গের নয়, বরং শৃঙ্খল ভাঙার গল্প। কনকনে শীতের রাতে বাড়ি থেকে পালিয়ে নিজের বিয়ে ভেঙে মুক্তির পথে পা বাড়িয়েছিল ঝাড়গ্রামের গোপীবল্লভপুর দু’নম্বর ব্লকের বেলিয়াবেড়া থানার বালিপাল গ্রামের মনি খিলাড়ি(Mani Khilari)। আজ সেই আদিবাসী কন্যা কঠোর পরিশ্রম ও অদম্য জেদের জোরে দেশের জাতীয় স্তরে মহিলা রেফারি(Woman Refree) হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। অভাবের সংসারে বড় হওয়া মনির (Mani Khilari) বাবা রাধানাথ খিলাড়ি দিনমজুরি করে সংসার চালাতেন। সামান্য জমির উপর নির্ভর করেও মেয়েকে কলেজ পর্যন্ত পড়াশোনার সুযোগ দিয়েছিলেন। তপসিয়া হাইস্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করে মুনি ধীরে ধীরে এগিয়ে যান খেলাধুলার জগতে। জঙ্গলমহল ফুটবল কাপে খেলার মধ্য দিয়ে নজরে আসেন তিনি।

২০১৭ সালে ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনের উদ্যোগে গোপীবল্লভপুরে শুরু হয় মহিলা রেফারি অ্যাকাডেমি। সেখানে একশো জনের মধ্যে জায়গা করে নেন মনি। শুরু হয় কঠোর প্রশিক্ষণ। এদিকে সুবর্ণরেখা কলেজে স্নাতক স্তরে ভর্তি হলেও ফুটবলের টানে পড়াশোনা মাঝপথে ছেড়ে দেন তিনি। সব কিছু ঠিকঠাক চলছিল, হঠাৎই করোনা মহামারীর কারণে অ্যাকাডেমি বন্ধ হয়ে যায়। লকডাউনে গ্রামে ফিরে আসতেই পরিবার থেকে শুরু হয় বিয়ের চাপ। প্রথমে নতি স্বীকার করলেও শেষ পর্যন্ত সাহস দেখিয়ে বিয়ের আসর ভেঙে পালান মনি (Mani Khilari)।

কোচ শুভঙ্কর স্যারের সহায়তায় নতুন করে শুরু হয় তাঁর লড়াই। বর্তমানে ২৬ বছর বয়সী মনি ইতিমধ্যেই অমৃতসর, ভুবনেশ্বর, চেন্নাই, গোয়া সহ বিভিন্ন মাঠে জাতীয় স্তরের খেলা পরিচালনা করেছেন। রেফারিংয়ের পাশাপাশি ফের শুরু করেছেন পড়াশোনা। বর্তমানে তিনি শিক্ষায় স্নাতক স্তরের তৃতীয় বর্ষের ছাত্রী। তবে মনি মনে করেন, প্রত্যন্ত গ্রামে মেয়েদের স্বপ্ন এখনো মূল্যায়িত হয় না। তাদের একমুখী জীবনের দিকে ঠেলে দেওয়া হয়। তিনি বলেন, “আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী চাকরির আশ্বাস দিয়েছেন। সেটা হলে আমরা ছোট ছোট মেয়েদের খেলাধুলার ক্ষেত্রে আর্থিক সহায়তা করতে পারবো। কারণ সারা বছর ম্যাচ থাকে না। যেটুকু অর্থ মেলে তা যাতায়াত খরচেই শেষ হয়ে যায়।” আজ মনিকে দেখে অনেক কিশোরী মাঠে নামতে আগ্রহী হচ্ছে। তাদের পাশে দাঁড়িয়ে মুনি মানসিক শক্তি যোগাচ্ছেন। তাঁর বার্তা, “থেমে থেকো না, এগিয়ে চলো। নিজের স্বপ্নকে মুঠোয় ধরো।” অচলায়তনের শৃঙ্খল ভেঙে স্বপ্নকে জয় করার যে সাহসী দৃষ্টান্ত মুনি খিলাড়ি দেখালেন, তা জঙ্গলমহলের মেয়েদের কাছে এক নতুন অনুপ্রেরণা।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version