আনন্দপুরের গুলশন কলোনিতে একটি কারখানায় আগুন (factory fire) লাগার ঘটনায় চাঞ্চল্য শনিবার সকালে। ঘিঞ্জি এলাকা হওয়ায় প্রথমেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সেই সঙ্গে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগালেও ঘিঞ্জি এলাকায় সমস্যায় পড়ে দমকল। যদি আগুনের ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
আনন্দপুরের (Anandapur) গুলশন কলোনির কারখানাটিতে চামড়ার জুতো (leather shoe) তৈরি হয়। দাহ্য পদার্থের কারখানা হওয়ায় আগুন প্রথমেই বিধ্বংসী আকার নেয়। দ্রুত দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছলেও রাস্তার সমস্যায় ঢুকতে বাধা পায়। ততক্ষণে আগুন অনেকটা ছড়িয়ে পড়ে।
বিস্তারিত আসছে…
–
–
–
–
–
–
–