রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব মনোজ পন্থ। বৈঠকে তিনি ডেঙ্গি নিয়ন্ত্রণে একগুচ্ছ কড়া নির্দেশ দেন।
স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, মুর্শিদাবাদ, জলপাইগুড়ির নাগরাকাটা, উত্তর ২৪ পরগনা, মালদা, বীরভূম, হাওড়া, হুগলি-সহ একাধিক জেলায় সংক্রমণ দ্রুত বাড়ছে। পাশাপাশি আসানসোল ও বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশন এলাকাতেও পরিস্থিতি উদ্বেগজনক।
শনিবারের বৈঠকে মুখ্যসচিব নির্দেশ দেন, পুজোর আগেই আক্রান্ত অঞ্চলগুলি চিহ্নিত করে বিশেষ সাফাই অভিযানে নামতে হবে। প্রয়োজনে পায়ে হেঁটে হেঁটে পরিষ্কার করার ব্যবস্থা নিতে হবে। জমে থাকা জলে যাতে মশার প্রজনন না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়ার কথাও বলেন তিনি।
এছাড়াও, “আমাদের পাড়া আমাদের সমাধান” কর্মসূচির প্রতিটি ক্যাম্পে ডেঙ্গি ও ম্যালেরিয়া নিয়ে সচেতনতামূলক শিবির করার নির্দেশ দেন মুখ্যসচিব।
নবান্ন সূত্রে খবর, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে— ডেঙ্গি মোকাবিলায় স্বাস্থ্য দফতর ও জেলা প্রশাসন যৌথভাবে বিশেষ ড্রাইভ চালাবে। লাগাতার বৃষ্টির কারণে সংক্রমণ আরও বাড়তে পারে, তাই এখনই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে কাজ করতে হবে বলে বার্তা দিয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ।
আরও পড়ুন – দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী
_
_
_
_
_