Monday, December 15, 2025

বাংলা ভাষার অপমান মানব না, সরব গর্বিত বাঙালি ঋতুপর্ণা

Date:

Share post:

বিজেপি রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা, ক্রমাগত বাংলা ভাষার অপমানে গর্জে উঠেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বাংলা ভাষা ও বাঙালির অপমানের প্রতিবাদে কলকাতার মেয়ো রোডে টানা প্রায় পাঁচ মাসের ধর্না কর্মসূচি শুরু করেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। শনিবার সেই মঞ্চে হাজির অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। তিনি বলেন, ‘সারা বিশ্বের মধ্যে বাংলা ভাষা তৃতীয় স্থানে রয়েছে। এ ভাষা আমাদের গর্বের। বিশ্বজুড়ে বাঙালিরা থাকেন, আমরা গর্বিত আমরা বাঙালি। নোবেলজয়ী থেকে শুরু করে ক্রীড়া কর্পোরেট জগত সর্বত্রই জ্বলজ্বল করছে বাঙালিদের নাম ও কৃতিত্ব। বাংলা ভাষাকে যেন অন্য কোনও কিছুর তকমা না দেওয়া হয়। আমি বাংলা ভাষায় সিনেমা করি আর তাঁর জন্য আমি গর্বিত।’

এদিন গান্ধীমূর্তির পাদদেশে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয় তৃণমূলের ‘জয় হিন্দ বাহিনী’। উপস্থিত ছিলেন মন্ত্রী শশী পাঁজা (Sashi Panja),বিধায়ক দেবাশিস কুমার (Debasish Kumar),তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh),সব্যসাচী দত্ত, বৈশ্বানর চট্টোপাধ্যায়, জয়প্রকাশ মজুমদার, অরূপ চক্রবর্তীরা। ২১ জুলাইয়ের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ‘ভাষা আন্দোলন’ সংঘটিত করার ডাক দিয়েছিলেন। সেইমতো চলছে ঘাসফুলের কর্মসূচি। এদিন জয় হিন্দ বাহিনীর ধর্নামঞ্চ থেকে শোনা যায় বিজেপি বিরোধী স্লোগান। বলা হয়, ‘মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখান থেকেই তৃণমূলের বিধায়ক হবে ২০২৬-এ। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে তৃণমূলের।’ ভাষাসন্ত্রাস এবং এসআইআরের বিরুদ্ধে যেভাবে সংসদের ভিতরে এবং বাইরে তৃণমূলের সাংসদেরা লড়াই করছেন নেতৃত্ব দিচ্ছেন সে-কথাও উঠে আসে বক্তাদের কথায়। সকলেই কড়া সমালোচনা করেছেন গায়ের জোরে আনা সংবিধান সংশোধনী বিলের। যেভাবে দেশে বিরোধীদের শূন্য করতে জেলে ভর্তির ষড়যন্ত্র ও চক্রান্ত করেছে বিজেপির তার বিরুদ্ধে প্রতিবাদে গর্জে ওঠেন তৃণমূল কংগ্রেসের সৈনিকেরা।

spot_img

Related articles

আবাসনের মধ্যে ভোটকেন্দ্র! আপত্তি জানিয়ে কমিশনকে চিঠি মন্ত্রী অরূপ বিশ্বাসের 

আবাসনের মধ্যে ভোটকেন্দ্র করার বিরোধিতা করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে চিঠি পাঠালেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তবে এই...

বেঙ্গল সুপার লিগের সূচনা, চ্যাম্পিয়নরা খেলবে সরাসরি আইএফএ শিল্ডে

শ্রাচী স্পোর্টসের উদ্যোগে শুরু হল বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। রবিবার বিকেলে মালদহে এই মেগা টুর্নামেন্টের জমকালো উদ্বোধন...

তৃতীয় টি২০ ম্যাচে সহজ জয়ের মধ্যেই কাঁটা সূর্যের ব্যাটিং ব্যর্থতা

তৃতীয় টি২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭ উইকেটে জিতল ভারত(India)। রবিবার টস টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত(India)।...

নির্বাচনের আগে ইভিএম চেকিংয়ে কঠোর নজরদারি! অবজারভার পাঠালো কমিশন 

২০২৬ সালের রাজ্যের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন এবার আরও কড়া নজরদারি করছে ইভিএমের ফার্স্ট লেভেল চেকিং...