Sunday, November 2, 2025

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

Date:

Share post:

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে তৃণমূলের। এই আওয়াজ উঠল শনিবার জয় হিন্দ বাহিনীর ধর্না মঞ্চ থেকে। বিজেপি গো-হারা হারবে। আড়াইশোর বেশি আসন নিয়ে ফের ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস। চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এক সুরে কথা বললেন মঞ্চে থাকা বক্তারা। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)নির্দেশে গান্ধীমূর্তির পাদদেশে ভাষাসন্ত্রাস ও বাঙালি বিদ্বেষের বিরুদ্ধে লাগাতার কর্মসূচি চলছে। শনিবার কর্মসূচি করেছে জয় হিন্দ বাহিনী (Jai Hind Bahini)। কার্তিক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জয় হিন্দ বাহিনীর ভোটার টিম এবং তার সর্বস্তরের কর্মীরা হাজির ছিলেন অবস্থান বিক্ষোভে। সেখানেই বক্তব্য রাখেন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, মন্ত্রী শশী পাঁজা, সব্যসাচী দত্ত, কুণাল ঘোষ, বৈশ্বানর চট্টোপাধ্যায়, অরূপ চক্রবর্তীরা। এছাড়াও বক্তব্য রেখেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সকলেই একবাক্যে বলেছেন যেভাবে বাংলা ও বাঙালি-বিদ্বেষ চালিয়ে যাচ্ছে বিজেপি তার বিরুদ্ধে একসঙ্গে লড়াই করতে হবে এবং এ লড়াই জারি রাখতে হবে।

মেট্রো উদ্বোধনে এসে টেলিপ্রম্পটার দেখে যেভাবে ভাঙা বাংলায় নিজেকে তুলে ধরার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী তার বিরুদ্ধেও আওয়াজ উঠেছে। এই মঞ্চ থেকে ফের প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করে তৃণমূলের বক্তব্য, পরিযায়ী শ্রমিকরা যে যার রাজ্যে কাজ করবেন, অন্য কোনও রাজ্যে যাবেন না, হিম্মত থাকলে এই ঘোষণা করুন প্রধানমন্ত্রী। ভাষাসন্ত্রাস এবং এসআইআরের বিরুদ্ধে যেভাবে সংসদের ভিতরে এবং বাইরে তৃণমূলের সাংসদেরা লড়াই প্রসঙ্গও উঠে আসে বক্তাদের কথায়। যেভাবে দেশে বিরোধীদের শূন্য করতে জেলে ভর্তির ষড়যন্ত্র ও চক্রান্ত করেছে বিজেপির তার বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠেছে তৃণমূল কংগ্রেসের সৈনিকেরা। এদিন মঞ্চস্থলে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি, সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার। মঞ্চে ছিলেন কাজরি বন্দ্যোপাধ্যায়, দেবাশিস কুমার, স্বর্ণকমল সাহা, অরূপ চক্রবর্তী, কুমার সাহা, সন্দীপ বক্সি, রাজনারায়ণ ঘোষ-সহ আরও অনেকে।

spot_img

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...