ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

Date:

Share post:

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে নিয়ে আত্মান্তরে হতদরিদ্র পরিবার। মুখ রক্ষায় অভিযুক্তকে গ্রেফতার করে মামলা শুরু করলেও, সব প্রমাণ থাকার পরেও ফাঁসির সাজা শোনায়নি আদালত(Court)। এদিকে কীকরে মামলার এবং মেয়ের চিকিৎসার খরচ চালাবেন তা ভেবে কুলকিনারা পাচ্ছেন না সামান্য দিনমজুর মা।

১৫ এপ্রিল উত্তরপ্রদেশের(Uttarpradesh) মিরাটে সন্ধ্যায় মাঠে বেরিয়ে আর ফেরেনি ১১ বছরের মানসিকভাবে প্রতিবন্ধী, মূক-বধির নাবালিকা(Disabled Girl))। খোঁজাখুঁজির পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় তাকে। শরীরের একাধিক জায়গায় গভীর ক্ষতের চিহ্ন ছিল। গোপনাঙ্গে গুরুতর আঘাত।

মেডিক্যাল পরীক্ষায় নৃশংস ধর্ষণের প্রমাণ মেলে। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত স্থানীয় যুবক দান সিং যাদবকে গ্রেফতার করে পুলিশ। পকসো আইনে মামলা রুজু হয়। ১১ অগাস্ট রামপুর পকসো আদালতে দোষীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৬ লক্ষ টাকা জরিমানার সাজা দেয়। বিচারক রামগোপাল সিং মন্তব্য করেন, ঘটনায় নির্মমতা অকল্পনীয়। কিন্তু তাও ফাঁসির সাজা দেওয়া হয়নি। ধর্ষিতা নাবালিকার পরিবার ফাঁসির দাবি তোলে। আদালতে কান্নায় ভেঙে পড়ে নির্যাতিতার মা বলেন “ও নির্ভয়া নয় হয়তো, কিন্তু ক্ষত তাঁর চেয়ে কম নয়”।

নির্যাতিতা নাবালিকার শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক। মীরাটের লালা লাজপত রায় মেমোরিয়াল মেডিক্যালে ১৪ দিন চিকিৎসার পরে ডাক্তাররা জানান, গোপনাঙ্গে গভীর ক্ষতের কারণে স্বাভাবিক চিকিৎসা সম্ভব হয়নি। জরুরি ভিত্তিতে অন্ত্র বাইরে এনে বিকল্প পথে মল-মূত্র ত্যাগের ব্যবস্থা করা হয়েছে। এখনও কমপক্ষে দু’টি বড় সার্জারির প্রয়োজন। এদিকে, হতদরিদ্র পরিবারের পক্ষে নিয়মিত কোলস্টোমি ব্যাগ কেনাও কঠিন।

গ্রামের দুই কামরার কাঁচা বাড়িতে আতঙ্কে জীবন কাটাচ্ছে পরিবার। নির্যাতিতার বাবাও মানসিকভাবে প্রতিবন্ধী। মা দিনমজুরি করেন। মেয়েটির দাদার রোজকারী ভরসা কিন্তু বোনের চিকিৎসা এবং আইন আদালতের জন্য তিনিও হিমাচল থেকে ফিরে এসেছেন। এই পরিস্থিতিতে পাশে দাঁড়ায়নি যোগী সরকারও। অসহ্য পরিস্থিতিতে দিন কাটছে হতভাগ্য পরিবারটির।

spot_img

Related articles

বিজেপি রাজ্যে দীপাবলিতে ‘কার্বাইড’ ক্র্যাকার বন্দুক ব্যবহারের পর অন্ধত্বের শিকার ১৪ শিশু, হাসপাতালে একাধিক 

এ বারের দীপাবলিতে সবথেকে বেশি বিক্রি হয়েছে ‘কার্বাইড গান’। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল এই বাজির ভিডিয়ো। কিন্তু লাগামছাড়া...

পাঞ্জাবের প্রাক্তন মন্ত্রী-ডিজিপির ছেলের মৃত্যুতে নয়া মোড়! অবশেষে মুখ খুললেন ডিজিপি 

পাঞ্জাব পুলিশের প্রাক্তন ডিজিপি (Punjab police DGP) মহাম্মদ মুস্তাফার ছেলে আকিল আখতারের মৃত্যু ঘিরে পাঞ্জাবের চরম চাঞ্চল্য। ইতিমধ্যেই...

কাটল জট: বিহারের ভোটে তেজস্বীকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা মহাগঠবন্ধনের

অবশেষে কাটল জট। বিহারের (Bihar) আসন্ন বিধানসভা নির্বাচনে মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে আরজেডি নেতা তেজস্বী যাদবকেই (Tejaswi Yadav)...

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১২ ইঞ্জিন

বৃহস্পতিবার বেলা সোয়া এগারোটা নাগাদ মায়ানগরীতে অগ্নিকাণ্ড,যোগেশ্বরী ওয়েস্টের (Yogeswari west) এসভি রোডে অবস্থিত জেএমএস বিজনেস সেন্টারে (JMS Business...