ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা বাংলার মন জিতে নিয়েছে এই তরুণ ক্লাবটি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) হাতে তৈরি হওয়া এই ক্লাব যেন বাংলা ফুটবলকে নতুন দিশা দেখাচ্ছে। স্বপ্ন দেখাচ্ছে সকলকে। দল হারলেও তারা মন জিতে নিয়েছে সকলের। গর্বিত দলের চিফ প্যাট্রন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের পারফরম্যান্সে যেমন খুশি তিনি। তেমনই বাংলার দলের পাশে গোটা বঙ্গবাসীকে দাঁড়াতে দেখেও গর্বিত অভিষেক(Abhishek Banerjee)।

রবিবার সোশ্যাল মিডিয়ায় এক আবেগতাড়িত বার্তা দিয়েছেন চিফ প্যাট্রন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, “বাংলা, গতকাল আমাদের গর্বিত করেছে।এটাই আমাদের প্রথম ডুরান্ড কাপ ছিল। আমার মনে হয় না কোনও নতুন অভিষেকেই ডুরান্ডে এমন পারফরম্যান্স করেছেন। আর এটা সম্ভব হয়েছে একমাত্র তাদের জন্য যারা প্রতিটা পদক্ষেপে এই দলের পাশে থেকেছে। তাদের সাপোর্ট, হাততালি প্রতিটা সময় ডায়মন্ডহারবার এফসিকে উদ্বুদ্ধ করেছে”।

Bengal, you made us proud yesterday. 🙌
In our very first Durand Cup, @dhfootballclub fought its way all the way to the finals- something no debut team has ever done before. That journey was only possible because of you , your love, your belief, your voices in the stands. Every…
— Abhishek Banerjee (@abhishekaitc) August 24, 2025
অভিষেক আরও লেখেন, “হ্যাঁ ট্রফিটা হয়ত এবার আমরা পাইনি। কিন্তু আমাদের দলের ছেলেরা তাদের সর্বোস্ব দিয়ে চেষ্টা করেছিল জেতার। দ্বিতীয়বার এই ট্রফি জেতার জন্য নর্থইস্ট ইউনাইটেডকে অনেক শুভেচ্ছা। তবে এটা শেষ নয়, শুরু। জাতীয় স্তরেও নিজেদের সেরাটা ধরে রাখার চেষ্টা করব আমরা। পশ্চিমবঙ্গ থেকে এবার ডায়মন্ডহারবার এফসিই একমাত্র দল যারা আইলিগ খেলছে”।

ডুরান্ড এখন অতীত। এখন থেকেই ডায়মন্ডহারবার এফসির পাখির চোখ আইলিগ(I league)। শেষ তিন বছরে একের পর এক সাফল্য পেয়েছে বাংলার এই দল। এবার আইলিগ জিতলেই পরেরবার আইএসএলের দড়জা খুলবে তারা। ডায়মন্ডহারবার এখন বাংলাকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে।

–

–

–

–

–

–

–