Sunday, November 9, 2025

শাশ্বতকে সাহসী ভেবেছিলাম, অভিনেতাকে মেরুদণ্ডহীন বললেন বিবেক-পত্নী পল্লবী!

Date:

বেছে বেছে বিজেপি বিরোধী রাজ্যকে নিয়ে সিনেমা বানানো বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri)’দ্য বেঙ্গল ফাইলস’-এর (The Bengal Files)আসল উদ্দেশ্য ফাঁস করে দিতেই এবার অভিনেতা বাংলার শাশ্বত চট্টোপাধ্যায়কে (Saswata Chatterjee)টার্গেট পরিচালক পত্নী পল্লবী যোশীর (Pallavi Joshi)। বঙ্গ অভিনেতাকে সরাসরি ‘ভীতু’ তকমা দিলেন তিনি। বাংলায় ইতিহাস না জেনে বিজেপির কথায় নাচতে নাচতে বাংলার বিধানসভা নির্বাচনের আগে ইতিহাসধর্মী সিনেমার নামে গেরুয়া দলের প্রচার করতে এসে ল্যাজে গোবরে বিবেক ( (Vivek Agnihotri))। অবনীন্দ্রনাথ ঠাকুরের নাম না জানার অজ্ঞতার কথা প্রকাশ্যে আসতেই তাঁর জ্ঞানের ভাণ্ডার সকলের কাছে খুলে গেছে। এবার বিতর্ক সামাল দিতে মাঠে নেমেছেন তাঁর অভিনেত্রী পত্নী। পল্লবী আবার এক কাঠি উপর দিয়ে যান। শাশ্বত বিবেক টিমের মিথ্যচারের হাঁড়ি ফাটিয়ে দেওয়ার পরেই বিবেকের পরে এবার তাঁর স্ত্রীর নিশানায়ও বাঙালি অভিনেতা। তিনি বলেন ‘শাশ্বতর সাহস নেই, একজন অভিনেতার কাছ থেকে এটা আশা করা যায় না।’


‘শবর’ অভিনেতা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়ে ছিলেন, ‘দ্য বেঙ্গল ফাইলস’ ছবির শুটিং চলাকালীন তিনি জানতেনই না, ছবির নাম দিল্লি ফাইলস থেকে বদলে বেঙ্গল ফাইলস হবে। এমনকী, তাঁর কাছে নাকি ছবির গল্প সম্পর্কে কোনও ধারণাই ছিল না। অর্থাৎ বিবেক এবং তাঁর টিম যে দ্বিচারিতা করেছে, আসল উদ্দেশ্য যে বাংলাকে টার্গেট করে বদনাম করা সেই কথা জানাজানি হতেই এবার শাশ্বতকে ভীতু, মিথ্যেবাদী বললেন পরিচালকের স্ত্রী পল্লবী। এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “শাশ্বত আসলে আতঙ্কিত। আমাদের কিছু করার নেই। এই ভয়ের চোটেই শাশ্বত মিথ্যে কথা বলছে। আমি আসলে শাশ্বতকে খুবই সাহসী, আত্মবিশ্বাসী ভেবেছিলাম। কিন্তু দেখছি, আমার ধারণা একেবারেই ভুল। ওর সাহসের অভাব রয়েছে। বেঙ্গল ফাইলস নিয়ে যখন নানা বিতর্ক চলছে, শাশ্বত ওই সময় চুপ করে রয়েছেন। ছবি প্রচার থেকেও নিজেকে সরিয়ে রেখেছেন। একজন অভিনেতার কাছ থেকে এটা আশা করা যায় না।’ তিনি বলেন শাশ্বতর সঙ্গে নাকি সিনেমার শুটিং চলাকালীন রাজনীতি নিয়ে একাধিক আলোচনা হয়েছে। এমনকি নাম পরিবর্তনের সম্ভাবনার কথাও তাঁকে আগে থেকে জানানো হয়েছিল বলেও সাক্ষাৎকারে জানিয়েছেন পল্লবী। অর্থাৎ বিবেক বলেছিলেন, অভিনেতাকে দিয়ে এসব কথা নাকি বলানো হয়েছে। কিন্তু কে বলিয়েছে বা তাঁর কোনও প্রমাণ কিছুই দেখাতে পারেন নি বিজেপির কথায় ওঠবোস করা পুতুল এই পরিচালক।

এবার তাঁর স্ত্রীর যুক্তি, শাশ্বত নাকি ভয় পেয়েছেন। যে অভিনেতা এত বছরের ক্যারিয়ারে সরাসরি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন বা কোনও প্রচারে তাঁকে দেখা যায় না, তাঁকে নাকি ‘ভয় দেখিয়ে এসব বলানো হয়েছে’ মার্কা খাজা যুক্তি যে ধোপে টিকবে না সেটা বোধহয় আঁচ করতে পারেননি বিবেক ও তাঁর স্ত্রী। এখন শুভেন্দু-পুত্র এর কোনও প্রতিক্রিয়া দেন কিনা সেটাই দেখার।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version